• বিদ্যাসাগরের উপস্থিতিতে হয় দেশের প্রথম বিধবাবিবাহ, সেই বাড়িই পাচ্ছে ‘হেরিটেজ’ তকমা
    প্রতিদিন | ২৩ মে ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশাল এলাকা নিয়ে দোতলা বাড়ি। উত্তর কলকাতার কৈলাস বোস স্ট্রিট এলাকার রাস্তার ধারে মাথা উঁচু করে দাঁড়িয়ে। বাড়ির কোনায় কোনায় হারানো সময়ের জলছাপ। প্রায় দুশো বছরের ইতিহাসের সাক্ষী এই বাড়িটি। কলকাতা পুরসভার অন্তর্গত এই বাড়িতেই হয়েছিল বাংলা তথা ভারতের ইতিহাসের প্রথম বিধবাবিবাহ। যেখানে উপস্থিত ছিলেন স্বয়ং বিদ্যাসাগর! এবার সেই বাড়িটিকেই ‘হেরিটেজ’ বা ঐতিহ্যশালী তকমা দিতে চলেছে কলকাতা পুরসভা। শুরু হয়েছে প্রশাসনিক প্রক্রিয়া।

    ১৮৬৫ সাল, ২৬ জুলাই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দীর্ঘ প্রচেষ্টার ফসল হিসাবে বিধবাবিবাহ আইন পাশ করে ইংরেজ সরকার। সেই বছরের শেষের দিকে ডিসেম্বর মাসের ৭ তারিখ প্রথম বিধবাবিবাহের আসর বসে। আয়োজন করা হয়েছিল বর্তমান ৪৮-এ কৈলাস বোস স্ট্রিটের এই বাড়িটিতেই। তবে সেই সময় এই বাড়ির ঠিকানা ছিল ১২ সুকেশ স্ট্রিট। পরে ঠিকানা বদলে যায়। এই বাড়িটি প্রতিটি ইট ইতিহাসের গন্ধ বয়ে নিয়ে চলেছে। সেই বাড়িটিতে এখন কেউ থাকেন না বলেই জানা গিয়েছে। তবে দেখাশোনার জন্য লোক রয়েছে।

    এতদিন এই বাড়িটির ইতিহাস সম্পর্কে অবগত ছিল না পুরসভা। বাড়িটির ঐতিহাসিক গুরুত্ব জানার পরই মেয়র পারিষদ স্বপন সমাদ্দার বাড়িটিকে ঐতিহাসিক তকমা দেওয়ার ব্যাপারে তৎপর হয়ে ওঠেন। বিষয়টি পুরসভায় জানান তিনি। এরপরই কলকাতা পুরসভা হেরিটেজ তকমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পুরসভা সূত্রে খবর, সেই প্রক্রিয়া খুব তাড়াতাড়ি শেষ করা হবে।
  • Link to this news (প্রতিদিন)