• রাজ্যে বাড়ছে ডেঙ্গির সংক্রমণ, এক নম্বরে হাওড়া, বাকিরা কে কোথায়? 
    আজকাল | ২৩ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বাড়ছে ডেঙ্গির সংক্রমণ। আক্রান্তের নিরীখে এখনও পর্যন্ত রাজ্যের প্রথম পাঁচটি জেলার মধ্যে এক নম্বরে রয়েছে হাওড়া। স্বাস্থ্য দপ্তরের একটি সূত্র অনুযায়ী হাওড়ায় ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ১৫৩ জন। সংখ্যার হিসেবে এর পিছনেই রয়েছে উত্তর ২৪ পরগণা, হুগলি, মুর্শিদাবাদ এবং কলকাতা।  ডেঙ্গি সংক্রমণের নিরীখে হাওড়া যে এই মুহূর্তে প্রথম স্থানে আছে তা স্বীকার করে নিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ কিশলয় দত্ত।

    তিনি বলেন, 'ডেঙ্গি সংক্রমণের ক্ষেত্রে এই মুহূর্তে হাওড়া প্রথম স্থানে আছে। তবে হাওড়া পুরনিগম এলাকা এবং ডোমজুড় ছাড়া বাকি ব্লকে ডেঙ্গির সংক্রমণ বাড়েনি। প্রচার সত্বেও কিছু জায়গায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট-সহ কিছু বিষয়ে ওই দুটি ব্লকে কিছু সমস্যা দেখা দিয়েছিল। সেগুলি মেটানো হচ্ছে। এই ব্যবস্থার ফলে শেষ সপ্তাহে ডোমজুড়ে মাত্র দু'জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন।'

    মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন, শুধু হাওড়ায় নয়, সারা রাজ্যেই ডেঙ্গির সংক্রমণ বাড়ছে। এই রোগ একটা 'সাইক্লিং ট্রেন্ডস'-এ চলে। আগের বছর আক্রান্তের সংখ্যা কম ছিল। আবার তার আগের বছর অনেক বেশি ছিল। এবছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত ১৫৩টা কেস আছে। এর মধ্যে পুরনিগম এলাকায় ৪৪ এবং ডোমজুড়ে ৪৩টা কেস আছে। বাকি ব্লকে কোথাও ১টা এবং কোথাও ২টো করে কেস পাওয়া গিয়েছে।'

    এই পরিস্থিতিতে জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে যা যা করার সবই করা হচ্ছে বলে দাবি করেছেন তিনি। পুরনিগমের এলাকায় যে ডেঙ্গির সংখ্যা বাড়ছে তা স্বীকার করেছেন হাওড়া পুর প্রশাসকমণ্ডলীর প্রধান সুজয় চক্রবর্ত্তী। তিনি বলেন, 'পুরনিগম এলাকায় ডেঙ্গির সংখ্যা বেড়েছে। তবে 'অ্যালার্মিং' কিছু নয়। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। জানা গিয়েছে, রাজ্যে এখনও পর্যন্ত সবচেয়ে কম আক্রান্তের সংখ্যা পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে।‌ সেখানে বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত মাত্র ৩ জন এই রোগে আক্রান্ত হয়েছেন।
  • Link to this news (আজকাল)