• প্রসূতিকে নির্যাতনের অভিযোগে তোলপাড় বাগদা হাসপাতাল, তদন্তের আশ্বাস প্রশাসনের...
    আজকাল | ২৩ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: উত্তর ২৪ পরগনার বাগদা গ্রামীণ হাসপাতালে চাঞ্চল্যকর ঘটনা। প্রসবের সময় এক মহিলাকে মারধরের অভিযোগ উঠল হাসপাতালের এক আয়ার বিরুদ্ধে। ঘটনার পর হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, পরিবার থেকে লিখিত অভিযোগ জমা পড়েছে বাগদার ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে। ইতিমধ্যেই, ঘটনার তদন্তে নেমেছে প্রশাসন। 

    সূত্রের খবর, বুধবার ভোররাতে সলুয়ারদাড়ির বাসিন্দা আশালতা বিশ্বাসকে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি করা হয় বাগদা গ্রামীণ হাসপাতালে। পরিবারের অভিযোগ, প্রসব চলাকালীন হাসপাতালের আয়া বিলাসী প্রামাণিক আশালতাকে শারীরিকভাবে নির্যাতন করে। প্রসবের পর আশালতা দেবীর শারীরিক অবস্থার অবনতি হলেও কর্তব্যরত নার্সরা গুরুত্ব দেননি বলে অভিযোগ পরিবারের। পরিস্থিতি আরও খারাপ হলে, আশালতাকে কলকাতার আর জি কর মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়।

    জানা গিয়েছে, সেখানেই তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বৃহস্পতিবার আশালতার গ্রামের একাধিক মহিলা হাসপাতালে এসে বিক্ষোভ দেখান। পরে বাগদা থানার পুলিশ ও বাগদা গ্রাম পঞ্চায়েত প্রধান সঞ্জিত সর্দার ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আশালতার শ্বশুর জানান, ‘আমার বৌমা প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হয়েছিল। সেই সময় হাসপাতালের আয়া তাকে মারধর করেছে। এখন গুরুতর অবস্থায় কলকাতায় চিকিৎসাধীন। আমরা দোষীর উপযুক্ত শাস্তি চাই’।

    এই ঘটনাকে ঘিরে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারাও। বাগদা গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জিত সর্দার বলেন, ‘আমি খবর পেয়ে হাসপাতালে পৌঁছাই এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দিই। হাসপাতালের নার্স ও আয়াদের বিরুদ্ধে এর আগেও দুর্ব্যবহারের অভিযোগ এসেছে। এটা একেবারেই গ্রহণযোগ্য নয়। আমি বিএমওএইচ-কে বিষয়টি জানিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন করেছি’। জানা গিয়েছে, পরিবারের অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
  • Link to this news (আজকাল)