• সকাল থেকে মুহুর্মুহু বজ্রপাত, দমকা হাওয়া! এই জেলায় বৃষ্টি নামবে এখনই, বেরনোর আগে সাবধান হোন...
    আজকাল | ২৩ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: সকাল থেকেই মুখ ভার আকাশের। কোথাও কোথাও শুরু হয়েছে মেঘের গর্জন। হাওয়া অফিস সতর্কতা জারি করেছে আগেই, বৃহস্পতিবারের মতোই জেলায় জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বঙ্গে। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, শুক্রবার সকালে, দক্ষিণ চব্বশ পরগনার একাধিক জায়গায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গেই বইবে দমকা হাওয়া, দোসর হতে পারে হালকা থেকে মাঝারি বজ্রপাত।

    শুক্রবার কলকাতা, হাওড়া, দুই পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দুই বর্ধমান, নদিয়ায় হলুদ সতর্কতা জারি। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলিতে জারি কমলা সতর্কতা। জেলায় জেলায় বৃষ্টি সম্ভাবনা উত্তরবঙ্গেও।  আগামী সাতদিন দক্ষিণ এবং উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

    আইএমডি-র তরফে জানানো হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের ওপর আগামী ২৭মে নিম্লচাপ তৈরি হতে পারে। তবে চিত্রটা এখনও পর্যন্ত পরিষ্কার হয়নি। আরও দু’দিন গেলে নিম্নচাপ আদৌ ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা তা স্পষ্ট হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি, আরব সাগরেও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।জানানো হয়েছে, আরব সাগরের পূর্ব-মধ্যাঞ্চলে ইতিমধ্যেই নিম্নচাপের সৃষ্টি হয়েছে। আশেপাশের আবহাওয়া ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূলে। বিভিন্ন আবহাওয়া মডেলের পূর্বাভাসে নিম্নচাপের তীব্রতা ও গতিপথ নিয়ে বেশ পার্থক্য দেখা গেলেও বেশিরভাগ মডেলই উপকূল বরাবর উত্তরের দিকে অগ্রসর হয়ে ২৪ মে-র মধ্যে একটি ডিপ্রেশনে পরিণত হতে পারে এমনটাই জানানো হয়েছে।
  • Link to this news (আজকাল)