অর্ণব আইচ: চিটফান্ড খুলে বিপুল টাকা প্রতারণার অভিযোগ। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেপ্তার দুই চিটফান্ড কর্তা। বৃহস্পতিবার মহম্মদ আনারুল ইসলাম ও দিলীপ মাইতি নামে দু’জনকে ইডি গ্রেপ্তার করেছে। রাতেই দু’জনকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়।
ইডি সূত্রের খবর, ওই চিটফান্ড সংস্থাটি ২৬৬ কোটি টাকা তুলেছে। মোট ৬ হাজার ২১৯ জন আমানতকারীর কাছ থেকে টাকা তোলার অভিযোগ উঠেছে। কলকাতা-সহ বিভিন্ন জেলায় এজেন্ট রেখে এই বিপুল টাকা তোলা হয় বলে ইডির অভিযোগ। এই ব্যাপারে তদন্ত শুরু করে ইডি বীরভূমের বোলপুরে আনারুলের বাড়ি ও হুগলির আরামবাগে দিলীপ মাইতির বাড়িতে তল্লাশি চালায়। বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হওয়ার পর তাঁদের সঙ্গে চিট ফান্ডের যুক্ত থাকার প্রমাণ মেলে। তাদের জেরা করা হচ্ছে বলে জানিয়েছে ইডি।
বৃহস্পতিবার সাতসকালে আরামবাগ শহর ও গ্রামীণ এলাকার বিভিন্ন জায়গায় ইডির আধিকারিকরা হানা দেন। বাড়িগুলি ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী। স্বাভাবিকভাবে সাতসকালে কেন্দ্রীয় বাহিনী দেখে সাধারণ মানুষ হকচকিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আরামবাগের একটি রিসর্ট, অর্থলগ্নিকারী সংস্থার কয়েকটি অফিস, বিভিন্ন এজেন্ট ও ডিরেক্টরদের বাড়িতে তল্লাশি চালায় ইডি। তখনই স্থানীয় বাসিন্দারা জানিয়েছিলেন, ওই সংস্থা বাজার থেকে টাকা তুলে শেয়ারে বিনিয়োগ করত। সেখানে বিনিয়োগ করে বহু মানুষ প্রতারিত হয়েছেন বলে অভিযোগ।