• কুসংস্কারের গেরো! ক্যানিংয়ে মৃত ২ শিশুর প্রাণ ফেরাতে গুণীন ডেকে তিন ঘণ্টা ঝাড়ফুঁক, তারপর…
    প্রতিদিন | ২৪ মে ২০২৫
  • দেবব্রত মণ্ডল, ক্যানিং: কুসংস্কারের নিদারুণ ছবি ধরা পড়ল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। অভিযোগ, জলে ডুবে মারা গিয়েছিল দুই শিশু। দেহ উদ্ধারের পর প্রাণ বাঁচানোর জন্য ডাকা হল গুণীন। ঘণ্টা তিনেক ধরে চলল ঝাড়ফুঁক। ঘটনা দেখার জন্য ভিড় করে থাকল এলাকার বাসিন্দারা। পরে পুলিশ গিয়ে ওই দুই মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। বিজ্ঞানের যুগে কীভাবে এমন ঘটনা ঘটতে পারে? সেই প্রশ্ন উঠেছে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জলে ডুবে মৃত্যু হয়েছে দুই শিশুর। শুক্রবার বিকালে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার নিকারীঘাটা পঞ্চায়েতে সাতমুখী বাজার সংলগ্ন দুমকি পূর্বপাড়া গ্রামে। মৃত দুই শিশুর নাম তামবীর মোল্লা(৭) ও হাসানুর গাজি(৫)। জানা গিয়েছে, এদিন ওই দুই শিশু খেলা করছিল। সেই সময় বাড়ির অদূরে থাকা একটি পুকুরে তারা পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের পুকুর থেকে উদ্ধার করে। যদিও ততক্ষণে তাদের মৃত্যু হয়েছে বলে খবর।

    এদিকে তাদের প্রাণ ফিরিয়ে আনার জন্য ডাকা হয় ওঝা-গুণীন। তারা পুকুরপাড়ে পৌঁছে ঝাড়ফুঁকের কাজ শুরু করেন। দুই শিশুর দেহ মাথায় নিয়ে পুকুরের জলে নেমে চলে ঘোরা। প্রায় ঘণ্টা তিনেক ধরে চলে এই কুসংস্কারপর্ব। দুই শিশু প্রাণ ফিরে পাবে, এই বিশ্বাসে সাধারণ মানুষজনও ভিড় করেছিলেন। সেই খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে যায়। প্রথমে পুলিশকে সেখানে যেতে বাধা দেওয়া হয়। এরপর বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছয়। দুই শিশুর নিথর দেহ উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানানো হয় অনেক আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে। পরে দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া। পাশাপাশি কেন এমন কুসংস্কারের আশ্রয় নিলেন সাধারণ মানুষ? সেই প্রশ্নও উঠেছে। কীভাবে এই ঘটনা ঘটেছে, সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)