• লক্ষ্মীকান্তপুর শাখার একাধিক স্টেশনে অবরোধ মহিলা যাত্রীদের, ব্যাহত ট্রেন চলাচল
    বর্তমান | ২৪ মে ২০২৫
  • সংবাদদাতা, ২৪ মে: লক্ষ্মীকান্তপুর শাখায় যে ট্রেনটি দেওয়া হয়েছে তাতে মহিলা কামরা কম রয়েছে। চারটির জায়গায় তিনটি কামরা দেওয়ায়, যাতায়াতে অসুবিধা হচ্ছে মহিলা যাত্রীদের। এই অভিযোগে আজ, শনিবার সকাল ৭টা থেকেই অবরোধ শুরু হয় লক্ষ্মীকান্তপুর শাখায়। প্রথমে মথুরাপুর স্টেশনে অবরোধ শুরু হয়। সেই অবরোধ ১৫ মিনিটের মধ্যেই উঠে যায়। তারপরে লক্ষ্মীকান্তপুর শাখার গোচরণ স্টেশনে  অবরোধ করেন মহিলা যাত্রীরা। আজ, শনিবার সকাল ৭ টা থেকেই আপ ও ডাউন লাইনে অবরোধ চলে।যার ফলে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ে একাধিক লোকাল ট্রেন। সমস্যায় পড়েন নিত্য যাত্রীরা। কেউ কাজে যোগ দিতে যাবেন আবার কেউ হাসপাতালে ডাক্তার দেখাতে। অবরোধ করায় চরম বিপাকে পড়েন সেই যাত্রীরা। খবর পেয়ে গোচরণ স্টেশনে যায় রেল পুলিস ও মহিলা পুলিস। অবরোধকারীদের সঙ্গে কথা বলতে গেলে ঝামেলা শুরু হয়। এমনকী অবরোধকারীদের সঙ্গে পুলিসের ধস্তাধস্তি হয়েছে বলে অভিযোগ। তারপরেই জয়নগর-মজিলপুর স্টেশনেও অবরোধ শুরু হয় একই দাবিতে। যদিও কিছুক্ষণ বাদেই সেই অবরোধ উঠে যায়। প্রায় ৯টা ৩০ মিনিট নাগাদ লক্ষ্মীকান্তপুর শাখায় অবরোধ ওঠে। ট্রেন চলাচল স্বাভাবিক হয়।   
  • Link to this news (বর্তমান)