খুনের বদলা খুন! জামিনে মুক্ত দাদার হত্যাকারীকে মারল ভাই
বর্তমান | ২৫ মে ২০২৫
সংবাদদাতা, আলিপুরদুয়ার: খুনের বদলা খুন! আদালত থেকে জামিন পেতেই দাদাকে খুনে অভিযুক্তকে খুন করল ছোট ভাই। শনিবার বিকালে প্রকাশ্য দিবালোকে এই ঘটনা ঘটল ভারত-ভুটান সীমান্তের জয়গাঁ শহরের গুয়াবাড়ির ইলিয়াস নগরে। পুলিস জানিয়েছে, এদিন খুন হওয়া ব্যক্তির নাম মহম্মদ সামাদ (৪০)। খবর পেয়ে পুলিস খুনে অভিযুক্ত সাহানুর হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। দিনদুপুরে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একবছর আগে জয়গাঁয় খুন হন ফিরোজ হোসেন নামে এক যুবক। এই ফিরোজ হোসেনের ছোট ভাই-ই হল শনিবারের খুনের ঘটনায় ধৃত সাহানুর। তার দাদাকে খুনের অভিযোগে গ্রেপ্তার হয়ে জেলে যেতে হয় মহম্মদ সামাদকে। দুই দিন আগে জামিনে ছাড়া পেয়ে জয়গাঁয় ফিরে আসে মহম্মদ সামাদ। এদিন একই পাড়ায় মহম্মদ সামাদ তাঁর দিদির বাড়িতে বাইক চালিয়ে বেড়াতে আসে। সামাদকে দিদির বাড়িতে দেখে ফেলে সাহানুর। তারপরই রাগে অগ্নিশর্মা হয়ে সাহানুর বাঁশ ও লাঠি দিয়ে আক্রমণ করে। পরে মাথায় পাথর ছুঁড়ে মারে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সে। ঘটনাস্থলে মারা যায় মহম্মদ সামাদ।
প্রকাশ্যে রাস্তার মধ্যে ভয়াবহ এই ঘটনা দেখেও প্রতিবেশীরা ভয়ে এগিয়ে আসেননি। ইলিয়াস নগরের বাসিন্দারা এই খুনের ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। পুলিস এই ঘটনায় ধৃতের বাবা সফিয়ার রহমানকেও খুঁজছে। জয়গাঁ থানা জানিয়েছে, ময়নাতদন্তের জন্য রবিবার মৃতদেহটি হাসপাতালে পাঠানো হবে। ধৃত যুবককে পুলিস আজ রবিবার আদালতে পাঠাবে। পুলিস সুপার ওয়াই রঘুবংশী বলেন, আদালত থেকে জামিন পাওয়া এক ব্যক্তি জয়গাঁয় খুন হয়েছেন। গ্রেপ্তার করা হয়েছে একজনকে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।