• হবু জামাইয়ের জন্ম শংসাপত্র জাল করে রূপশ্রীর আবেদন, ধৃত পাত্রীর বাবা-মা
    বর্তমান | ২৫ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: হবু জামাইয়ের জন্ম শংসাপত্র জাল করে বিডিও অফিসে রূপশ্রী প্রকল্পে টাকার আবেদন। তদন্তে সবটা ফাঁস হতেই পাত্রীর বাবা-মায়ের নামে পুলিসে অভিযোগ দায়ের হয় জলপাইগুড়ি সদর ব্লক প্রশাসনের তরফে। ওই অভিযোগ হাতে পেয়ে পাত্রীর বাবা-মাকে শনিবার গ্রেপ্তার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিস। ধৃতদের বাড়ি জলপাইগুড়ি শহর সংলগ্ন খড়িয়া পঞ্চায়েতের সুকান্তনগর এলাকায়। আইসি সঞ্জয় দত্ত জানিয়েছেন, ধৃতদের এদিন আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে পাত্রীর বাবাকে হেফাজতে চাওয়া হয়েছিল। আদালত তার চারদিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছে। কে ওই জাল জন্ম শংসাপত্র বানিয়ে দিয়েছে, ধৃতকে জেরা করে তা জানার চেষ্টা চলছে।

    জলপাইগুড়ি সদরের বিডিও মিহির কর্মকার বলেন, হবু জামাইয়ের জন্ম শংসাপত্র জাল করে রূপশ্রী প্রকল্পে টাকা পাওয়ার জন্য জমা দিয়েছিল পাত্রীর পরিবার। শংসাপত্রটি দেখে সন্দেহ হয়। তদন্ত করতেই জানা যায়, সেটি জাল। এরপরই পাত্রীর বাবা-মায়ের বিরুদ্ধে পুলিসে অভিযোগ দায়ের করা হয়েছে। রূপশ্রী প্রকল্পে টাকা পেতে পাত্রীর বয়স ১৮ এবং পাত্রের ২১ বছর হওয়া বাধ্যতামূলক। প্রশাসন সূত্রে খবর, কোচবিহারের বাসিন্দা যে যুবকের সঙ্গে জলপাইগুড়ির সুকান্তনগরের ওই পাত্রীর বিয়ে ঠিক হয়, তার এখনও ২১ বছর বয়স হয়নি। সেকারণে হবু জামাইয়ের বয়স একুশ বছর দেখাতে তার নামে জাল জন্ম শংসাপত্র তৈরি করায় পাত্রীর পরিবার। জলপাইগুড়ি পুরসভার নামে ওই শংসাপত্র বানানো হয়। বিডিও বলেন,কান্তনগরের বাসিন্দা ওই পাত্রীর পরিবার হবু জামাইয়ের যে জন্ম শংসাপত্র জমা দেয়, সেটি দেখে সন্দেহ হয়। এরপর আমরা পুরসভার সঙ্গে যোগাযোগ করি। তাদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, ওই শংসাপত্র তারা ইস্যু করেনি। এরপর পাত্রীর পরিবারকে ডেকে জেরা করতেই তারা জালিয়াতির কথা স্বীকার করে নেয়।
  • Link to this news (বর্তমান)