• জল প্রকল্পের কাজে বাধা, পুলিস-পুর কর্তৃপক্ষের উপস্থিতিতে বসল পাইপ
    বর্তমান | ২৫ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: কাজ প্রায় শেষের মুখে। কিন্তু ৫০ মিটার এলাকায় পাইপ বসাতে বাধা আসছিল। জলপাইগুড়ির খড়িয়া পঞ্চায়েতের সুকান্তনগর এলাকার কিছু বাসিন্দার দাবি, তাঁদের জমি ও রাস্তার উপর দিয়ে পাইপ নিয়ে যাওয়া হচ্ছে। ফলে জমির ক্ষতিপূরণ দিতে হবে। এই দাবিতে তাঁরা কাজ বন্ধ করে দেন। অবশেষে শনিবার পুলিস ও পুর কর্তৃপক্ষের উপস্থিতিতে সেখানে জেসিবি দিয়ে মাটি খুঁড়ে পাইপ বসানোর কাজ হল। জট কেটে যাওয়ায় শীঘ্রই অম্রুত প্রকল্পের জলের ট্রায়াল রান শুরু হয়ে যাবে বলে জানানো হয়েছে পুর কর্তৃপক্ষের তরফে। তাদের দাবি, দুর্গাপুজোর আগেই শহরবাসীর বাড়িতে পৌঁছে দেওয়া হবে তিস্তার পরিস্রুত জল। পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন, পুরসভার দু’নম্বর ওয়ার্ড এবং সংলগ্ন খড়িয়া পঞ্চায়েতের সুকান্তনগর এলাকার কিছু মানুষ পাইপ লাইন বসাতে বাধা দিচ্ছিলেন। জমির উপর দিয়ে পাইপ গেলে ক্ষতিপূরণ দিতে হবে বলে দাবি ছিল তাঁদের। এদিন ওই বাসিন্দাদের সঙ্গে কথা বলে সমস্যা মেটানো হয়েছে। জমির কাগজপত্র নিয়ে তাঁদের পুরসভায় আসতে বলা হয়েছে।

    জলপাইগুড়িতে দেড়শো কোটি টাকা খরচে অম্রুত জল প্রকল্পের কাজ চলছে। তিস্তা নদী থেকে জল তুলে তা পরিশোধনের পর বাড়ি বাড়ি সরবরাহ করা হবে। ২০১৬-’১৭ সালে ওই প্রকল্পের কাজ শুরু হয়। এই কাজে প্রথমে বাধা দেন জলপাইগুড়ি শহর সংলগ্ন খড়িয়া অঞ্চলের সুকান্তনগর ও বিবেকানন্দপল্লির বাসিন্দারা। তাঁদের দাবি ছিল, ওই এলাকার উপর দিয়ে পাইপ যাবে। আর শহরের মানুষ পরিস্রুত জল পাবেন, এটা হবে না। তাঁদেরও বাড়ি বাড়ি তিস্তার জল পৌঁছে দিতে হবে।

    ভাইস চেয়ারম্যান বলেন, রাজ্যের সঙ্গে কথা বলে সাড়ে সাত কিমি বাড়তি পাইপ লাইন বসানো হয়েছে। এতে পঞ্চায়েত এলাকার সুকান্তনগর, বিবেকানন্দপল্লির বাসিন্দারাও অম্রুত প্রকল্পের জল পাবেন। তাঁর দাবি, যে ৫০ মিটার পাইপ লাইন বসানোর কাজে বাধা আসছিল, ওই কাজ হয়ে গেলে, সাতদিনের মধ্যে শহরে অম্রুত প্রকল্পের জল সরবরাহের ট্রায়াল রান শুরু হয়ে যাবে। তাঁদের টার্গেট, দুর্গাপুজোর আগে জলপাইগুড়ি শহরবাসীর বাড়ি বাড়ি পরিস্রুত জল পৌঁছে দেওয়া।  নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)