• সাড়ে ১১টাতেও ডাক্তার গড়হাজির সুস্বাস্থ্যকেন্দ্রে
    বর্তমান | ২৫ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: ঘড়ির কাঁটায় সকাল সাড়ে এগারোটা। অথচ সুস্বাস্থ্যকেন্দ্রে গরহাজির দায়িত্বপ্রাপ্ত চিকিত্সক! 

    রবিবার সকালে কোচবিহারের ৪ নম্বর ওয়ার্ডে সুস্বাস্থ্যকেন্দ্র-২ পরিদর্শনে গিয়ে এমন ঘটনার স্বাক্ষী হলেন পুরচেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। নির্দিষ্ট সময়ের পরে আসায় কার্যত ক্ষোভের মুখে পড়লেন ওই সুস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক। তাঁকে ফোন করে ডেকে পাঠানো হয়। নিয়ম অনুযায়ী, সকাল দশটায় চিকিৎসকের বসার কথা। সেখানে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চিকিৎসকের দেখা না পেয়ে রোগীরা ক্ষোভে ফেটে পড়েন। 

    এই সুস্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক সময়মতো না আসার খবর আগেই ছিল। সেই মতো এদিন চেয়ারম্যান সেখানে যান। তিনিও একই দৃশ্য দেখতে পান। এরপরই চিকিৎসককে ডেকে সাফ জানিয়েদেন, তাঁকে শোকজ করা হবে। চিকিৎসকদের একাংশ সময়মতো হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্য কেন্দ্রে উপস্থিত না হওয়ার অভিযোগ আগেও বহুবার উঠেছে। ফলে জেলা স্বাস্থ্যদপ্তরও বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। যদি কোনও চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী সময়মতো কর্মক্ষেত্রে উপস্থিত না হন তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলেই মনে করে জেলা স্বাস্থ্যদপ্তর। সেইসঙ্গে সব হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সময়ে উপস্থিত হতে হবে বলেও বার্তা দিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ হিমাদ্রীকুমার আড়ি।

    পুরচেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, সাধারণ মানুষ যাতে বাড়ির কাছে চিকিৎসা পরিষেবা পান সেজন্যই এই সুস্বাস্থ্য কেন্দ্র। কিন্তু চিকিৎসক যদি সঠিক সময়ে না আসেন তাহলে মানুষ কি করে পরিষেবা পাবেন? চিকিৎসকের ডিউটি সকাল দশটা থেকে। বেলা ১২টায় তাঁকে ফোন করে ডেকে নিয়ে আসতে হল, এটা দুর্ভাগ্যজনক ঘটনা। সোমবার অফিস খুললেই ওই চিকিৎসককে শোকজ করা হবে। 

    জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ হিমাদ্রীকুমার আড়ি বলেন, চিকিৎসকে তো সময়মতো আসতে হবে। এই বিষয়ে কত আর বলা যায়! শুধু তো চিকিৎসক নয়, সকলকেই সময় মতো আসতে হবে। শোকজ করলে করা হোক। যিনি যেমন কাজ করবেন তিনি ফল পাবেন।  নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)