• শুঁড়ে তুলে আছাড় দিল হাতি, বাড়ির উঠোনেই মৃত্যু যুবকের, সময় মতো বনকর্মীরা না আসায় বিক্ষোভ কলাবাড়িতে
    বর্তমান | ২৫ মে ২০২৫
  • সংবাদদাতা, নকশালবাড়ি: দলছুট দু’টি হাতি হানা দিয়েছিল গ্রামে। একটিকে তাড়ালেও অপরটির হামলায় বাড়ির উঠানে প্রাণ খোয়ালেন এক বাসিন্দা। শুক্রবার রাতে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় নকশালবাড়ির কলাবাড়িতে। বনবিভাগ জানিয়েছে, মৃতের নাম পোশবাহাদুর ছেত্রী (৪৬) তিনি নকশালবাড়ির মিরজাংলা বস্তির বাসিন্দা। 

    বনবিভাগ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতে কলাবাড়ি জঙ্গল থেকে ওই এলাকায় দলছুট দু’টি হাতি হানা দেয়। গ্রামবাসীরা দু’টি হাতিকে তাড়ানোর চেষ্টা করেন। তাতে পোশবাহাদুরও যোগ দেন। একটি হাতি তাড়ানোর পর বাড়ির উঠোনে অপর হাতির মুখোমুখি পড়ে যান তিনি। হাতিটি তাঁকে শুঁড়ে তুলে আছড়ে ফেলে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। 

    এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। দীর্ঘক্ষণ মৃতদেহ আটকে বিক্ষোভ দেখান তারা। 

    স্থানীয়দের অভিযোগ, এলাকার হাতি হানার খবর বনবিভাগকে ফোন মারফত দেওয়া হলেও কোনও টিম আসেনি। এমনকি ঘটনার ঘণ্টাখানেক পর ঘটনাস্থল পৌঁছন বনকর্মীরা। এনিয়ে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। পরে পানিঘাটা রেঞ্জার সমীরণ রাজ ঘটনাস্থলে যান। অপ্রীতিকর ঘটনা এড়াতে পানিঘাটা ফাঁড়ি ও নকশালবাড়ি থানার পুলিসও ঘটনাস্থলে যায়। পরে রেঞ্জারের আশ্বাস পেয়ে বিক্ষোভ তুলে নেন স্থানীয়রা। 

    মৃতের তিন ছেলে ও স্ত্রী রয়েছেন। যদিও মৃতের পরিবারকে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছে রেঞ্জার সমীরণ রাজ। তিনি বলেন, কলাবাড়ি বনাঞ্চলে প্রায় ১২০টি হাতির দল রয়েছে। যা সামাল দিতে বনকর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই ঘটনার পর টহল আরও বাড়ানো হবে। এছাড়া স্থানীয়রা দাবি করেছে পথবাতি ও সোলার ফেন্সিং মত ব্যবস্থার। যা পূরণ করার আমরা চেষ্টা করব। - নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)