সংবাদদাতা, বালুরঘাট: সরকারি জমিতে অবৈধ উপায়ে পুকুর তৈরির চেষ্টা সমাজবিরোধীদের। রাতে অন্ধকারের সুযোগ নিয়ে আর্থমুভার নামিয়ে চলছিল পুকুর খনন। প্রায় দুই একর জমি খনন করে পুকুর তৈরির চেষ্টা চলেছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে বালুরঘাট ব্লকের বোল্লা গ্রাম পঞ্চায়েতের মসাকপুর এলাকায়। শনিবার অভিযান চালান বালুরঘাটের বিএলআরও। ছিল পতিরাম থানার পুলিসও। তবে অভিযান শুরু হতেই পালিয়ে যায় খননকারীরা। খননকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে প্রশাসন। এদিন পুকুর খননে ব্যবহৃত আর্থমুভারটি আটক করা হয়। কোনওভাবেই যেন সরকারি জায়গায় পুকুর খননের চেষ্টা না করা হয়, সে ব্যাপারে বিএলআরও ওই এলাকার সাধারণ বাসিন্দাদের সচেতন করেছেন।
বালুরঘাটের বিডিও রণেন্দ্রনাথ মণ্ডল বলেন, সরকারি জায়গায় অবৈধভাবে পুকুর খনন হচ্ছিল। শুক্রবার রাতে ওই কাজ শুরু করেছিল। শনিবার সকালে আমরা গিয়ে তা বন্ধ করে দিয়েছি। ওই ঘটনায় একটি আর্থমুভার আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। অবৈধভাবে সরকারি জায়গায় কোনভাবেই পুকুর খনন করা যাবে না। এনিয়ে গ্রামের সাধারণ মানুষকে সচেতন করেছি।
এ বিষয়ে ওই গ্রামের এক বাসিন্দা আলমগীর সরকার ও আব্দুল কাদের মিয়াঁ বলেন, যে জায়গায় পুকুর খনন হচ্ছিল, তা অনেকটাই ভিতরে। তাই সহজে দেখা যায় না। আমরা জানি এটা সরকারি জায়গা। কারা এই কাজ করছিল তা আমরা জানি না। তবে যে এই ধরনের কাজ করছিল তা একেবারেই ঠিক করেনি। আজ বিএলআরও এসে ওই কাজ বন্ধ করে দিয়েছেন। এখন থেকে আমরা নজর রাখব।
ব্লক ভূমি দপ্তরের তরফে জানা গিয়েছে, ওই জায়গাটি বালুরঘাট ও তপন ব্লকের একেবারে মাঝামাঝি। ব্লকের মধ্যে ওই জায়গায় প্রায় ২ একরের বেশি এই জায়গাটি সরকারি। ওই এলাকার পাশ দিয়ে একটি খাঁড়ি বয়ে গিয়েছে। ফলে ওই জায়গা সহজে চোখে পড়ে না। মাস দুয়েক আগে ওই জায়গা নজর পড়েছিল সমাজবিরোধীদের। ওই জায়গার পুকুর কেটে মাছ চাষের পরিকল্পনা ছিল। শুধু তাই নয়, পুকুর খনন করে মাটি বিক্রি করেও বাড়তি উপার্জনের পরিকল্পনা ছিল। যা মাছ দু’য়েক আগে একবার খননের চেষ্টা করেছিল। সেবারও ভূমি দপ্তরের তরফে আগেই ব্যবস্থা নেওয়ায়, তা করতে পারেনি। সুযোগ বুঝে শুক্রবার সন্ধ্যায় আর্থমুভার এনে পুকুর খনন শুরু হয়েছিল। স্থানীয়দের অভিযোগ, যারা এই খনন করছিল তাদের সঙ্গে প্রভাবশালী ব্যবসায়ীদের যোগ রয়েছে। সেই ক্ষমতাবলেই সরকারি জমি জেনেও পুকুর খনন হয়। তবে অভিযোগ পেয়ে অভিযান চালায় বিএলআরও সহ পতিরাম থানার পুলিস। ওই খননের জায়গা এদিন পুনরায় ভরাট করে দেওয়া হয়। পাশাপাশি ওই জায়গায় সরকারি পোস্টার লাগানো হবে বলেই প্রশাসনের সূত্রে খবর।