• তরুণ প্রজন্মকে বইমুখী করতে বাড়িতে লাইব্রেরি প্রিয়র
    বর্তমান | ২৫ মে ২০২৫
  • সংবাদদাতা, রায়গঞ্জ: বাড়িতেই লাইব্রেরি গড়ে তুলেছেন রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের শিক্ষক প্রিয়রঞ্জন পাল। শিশু থেকে বয়স্ক- সকলের জন্য ভিন্নস্বাদের বই রয়েছে তাঁর লাইব্রেরিতে। ছোটবেলা থেকে শখ ছিল বই সংগ্রহ করা। আর সেই নেশাই লাইব্রেরি তৈরিতে সাহায্য করেছে প্রিয়রঞ্জনবাবুকে। 

    গত ২৫ বছর ধরে রায়গঞ্জের উকিলপাড়ায় নিজের বাড়িতে বিভিন্ন চিত্রপরিচালকের বই থেকে শুরু করে রায়গঞ্জের বিভিন্ন লেখকের বই এমনকী সোভিয়েত ইউনিউন থেকে প্রকাশিত পত্রিকা, উপন্যাস, কাব্যগ্রন্থও রয়েছে। ছোটদের জন্য হাস্যকৌতুক থেকে রূপকথা, সমস্ত ধরনের বই প্রিয়রঞ্জনবাবুর সংগ্রহশালায় রয়েছে। বই সংগ্রহের নেশা কবে থেকে? হাসিমুখে বছর একান্নর প্রিয়রঞ্জনের প্রতিক্রিয়া, জ্যেঠু দিলীপ নারায়ণ লাহিড়ীর কাছ থেকে বই জমানোর নেশা চেপে বসেছিল। তাই জ্যেঠুর নামেই লাইব্রেরির নামকরণ। বর্তমান পরিস্থিতিতে তরুণ প্রজন্ম যেভাবে বই-বিমুখ হয়ে পড়ছে তাতে হতাশ প্রিয়রঞ্জন। তাঁর আশঙ্কা, আগামী দিনে মানুষ আর লাইব্রেরিমুখী হবে না। ভুলে যাবে। কীভাবে তরুণ প্রজন্মকে বইমুখী করা যায়? প্রিয়রঞ্জনের পরামর্শ, অভিভাবকরা এখন থেকেই নিজেদের মধ্যে বই পড়ার অভ্যেসটা তৈরি করুক। তাতে শিশুদের আগ্রহ বাড়বে। অভিভাবকরা যতবেশি মোবাইলমুখী হবে, বই থেকে দূরে সরে যাবে শিশুরাও।

    তাঁর লাইব্রেরিতে ছোটবড় সবাইকে সাদরে আমন্ত্রণ জানিয়েছেন প্রিয়রঞ্জন। বলেন, রায়গঞ্জের সাহিত্যচর্চা নিয়ে যদি কারও তথ্যের প্রয়োজন হয় তবে সে আমার এই লাইব্রেরিতে এসে পেতে পারে। এছাড়া লাইব্রেরির বই পড়ার জন্য বাড়িতেও নিয়ে যেতে পারে। ফাঁকা সময়ে শিশুদের সঙ্গে আমার লাইব্রেরিতে অভিভাবকরাও আসুক। সবাই বই পড়ুক। বইমুখী হোক তরুণ প্রজন্ম এটাই স্বপ্ন তাঁর। - নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)