• ওন্দায় বন্ধ কারখানার জমিতে প্রমোটিংয়ের চেষ্টার অভিযোগ
    বর্তমান | ২৫ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: শিল্পের জন্য নেওয়া জমিতে প্রমোটিং করার চেষ্টার অভিযোগ তুলে শনিবার ওন্দার একটি বন্ধ কারখানার সামনে তৃণমূল কংগ্রেস বিক্ষোভ দেখায়। এদিন ওন্দা ব্লক তৃণমূলের তরফে ওই বিক্ষোভ কর্মসূচি হয়। বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর তৃণমূল নেতৃত্ব কারখানার ভিতরে থাকা শ্রমিকদের সঙ্গে কথা বলে। আলোচনার জন্য মালিকপক্ষ ওন্দায় আসতে পারে জানতে পেরে শাসক দলের নেতারা বিক্ষোভ থামান।  

    বাঁকুড়ার এক পুলিস আধিকারিক বলেন, এদিন বিক্ষোভের খবর পেয়ে ওন্দা থানার পুলিস ঘটনাস্থলে গিয়েছিল। ওই কারখানার জমি হস্তান্তর হয়েছে বলে আমরা জানতে পেরেছি। কারখানা ইস্যুকে কেন্দ্র করে যাতে এলাকায়  আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়, সেই দিকে নজর রাখা হয়েছে।  

    ওন্দা ব্লক তৃণমূল সভাপতি উত্তম বিট বলেন, বাঁকুড়া-বিষ্ণুপুর জাতীয় সড়কের পাশে ওন্দা ব্লকের দেশবাঁধ এলাকায় বাম আমলে সার কারখানা তৈরির জন্য চাষিরা জমি দিয়েছিলেন। সেখানে কারখানা তৈরিও হয়। যদিও পরে ওই কারখানা বন্ধ হয়ে যায়। সম্প্রতি কারখানার ভিতরে জেসিবি মেশিন দিয়ে সাফসুতরো করার কাজ চলছে। কারখানার মধ্যে প্রমোটিং করা হবে বলে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। তারই প্রতিবাদে এদিন বিক্ষোভ দেখানো হয়েছে। কারখানার অভ্যন্তরে পরিষ্কার করার কাজে নিযুক্ত লোকজনকে বলা হয়েছে মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করতে। তাঁদের ওন্দায় আসতে বলা হয়েছে। আমরা তাঁদের সঙ্গে আলোচনা করতে চাই। শিল্পের জন্য নেওয়া জমিতে শিল্পই গড়তে হবে। সেখানে প্রমোটিং করা যাবে না। 

    ওই কারখানা নিয়ে বিজেপিও আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে। বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলেন, ওই কারখানা অবিলম্বে চালু করতে হবে। ওই জায়গা প্লট করে বিক্রির চেষ্টা চলছে। আমরা এর বিরুদ্ধে চাষিদের নিয়ে আন্দোলনে নামব।

    ওই বন্ধ কারখানার মালিকপক্ষের সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। কারখানা পরিষ্কারের কাজে যুক্ত এক শ্রমিক বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার ফলে কারখানার ভিতরে আগাছা জন্মেছে। আমরা তা সাফাইয়ের দায়িত্ব পেয়েছি। কিন্তু, কারখানার জায়গায় কী করা হবে, সেব্যাপারে আমাদের কিছু জানা নেই। মালিকপক্ষ শীঘ্রই ওন্দায় আসতে পারে। এর বেশি কিছু আমরা বলতে পারব না।      
  • Link to this news (বর্তমান)