• জেলাশাসকের উদ্যোগে পূর্ব বর্ধমানে শুরু অপারেশন গ্রিন
    বর্তমান | ২৫ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: জেলাশাসক আয়েশা রানি এ’র ঘোষণা মতো পূর্ব বর্ধমানে শুরু হল ‘অপারেশন গ্রিন’। যতদিন এগচ্ছে প্রকৃতির রোষ তত বেড়ে চলেছে। গ্রীষ্মে রোদের তাপে বাড়ি থেকে বেরনো দায় হয়ে উঠেছে। আবার বর্ষায় সময় বৃষ্টি হচ্ছে না। ধাক্কা খাচ্ছে চাষ। প্রকৃতির রোষের বিরুদ্ধে লড়তেই শুরু হয়েছে অপারেশন গ্রিন। প্রতিটি স্কুলের ছাত্রছাত্রীরা গাছ রোপণ করতে শুরু করেছে। শনিবার থেকেই আনুষ্ঠানিকভাবে এই ‘অপারেশন’ শুরু হয়েছে। গলসির গলিগ্রাম এফপি স্কুলের প্রথম শ্রেণির ছাত্র সোহন রায়, তহমিনা মল্লিকরা এদিন অভিযানে শামিল হয়েছিল। 

    জেলাশাসক বলেন, গলিগ্রাম এফপি স্কুলের পড়ুয়াদের এই উদ্যোগ প্রশংসনীয়। স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও এই কর্মসূচিতে শামিল হয়েছেন। অন্যান স্কুলগুলিও এভাবেই এগিয়ে আসবে বলে আশা করা যায়।

    প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই কর্মসূচির জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে এক টাকাও বিনিয়োগ করার দরকার নেই। এই সময় প্রতিটি বাড়িতে পাতে আম ওঠে। আমের আঁটি মাটিতে পুঁতেই এই অভিযানে শামিল হওয়া যায়। এছাড়া এই সময় অন্যান্য গাছের চারাও গ্রামের যেখানে সেখানে দেখা যায়। সেগুলি তুলে কোনও এক জায়গায় রোপণ করলেই, তা ভালোভাবে বেড়ে ওঠে। এছাড়া বর্ষার মরশুমেই তাল পাকতে শুরু করে। সেই আঁটি মাটিতে পুঁতলেই গাছ গজাবে। আধিকারিকরা বলেন, গাছ রোপণ করার পর সেটিকে বাঁচিয়ে রাখা বেশ কঠিন কাজ। সেই চ্যালেঞ্জটা পড়ুয়াদের নিতে হবে। গাছ ঘিরে দেওয়ার পাশাপাশি মাঝেমধ্যে জলও দিতে হবে। জেলাশাসক বলেন, এই কাজ এমন কঠিন নয়। ছাত্রছাত্রীদের সঙ্গে শিক্ষক- শিক্ষিকারা এগিয়ে এলে এই ‘অপারেশন’ সফল হবে। 

    প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, জেলায় গাছ মাফিয়াদের দৌরাত্ম্য বেড়েছে। কয়েক দিন আগেই মেমারির একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে গাছ কেটে নেওয়া হয়। এছাড়া বর্ধমানের একটি বিদ্যালয়েও কয়েকটি গাছ কাটা হয়েছে। গাছ মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিস এবং বনদপ্তরকে জেলার শীর্ষ কর্তা নির্দেশ দিয়েছেন।

    বনদপ্তরের এক আধিকারিক বলেন, গাছ কাটার অভিযোগে কয়েক দিন আগেই কয়েকজনকে মোটা অঙ্কের টাকা জরিমানা করা হয়েছে। মেমারির ঘটনাও তদন্ত করে দেখা হচ্ছে। গাছ কাটার অনুমতি দেওয়ার আগে বনদপ্তর বিভিন্ন বিষয় খতিয়ে দেখে। অনেকেই অনুমতি না নিয়েই বৃক্ষ নিধন করে চলছে। তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। 
  • Link to this news (বর্তমান)