• দীর্ঘদিন ধরে তালাবন্ধ কান্দির রেলওয়ে রিজার্ভেশন কাউন্টার, বিপাকে যাত্রীরা
    বর্তমান | ২৫ মে ২০২৫
  • সংবাদদাতা, কান্দি: তিন সপ্তাহেরও বেশি সময় ধরে তালাবন্ধ কান্দির রেলওয়ে রির্জাভেশন কাউন্টার। ফলে সমস্যায় পড়েছেন মহকুমার রেল যাত্রীরা। রির্জাভেশন করতে এসে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন তাঁরা। কোনও টেকনিক্যাল কর্মী না থাকার কারণে কাউন্টার বন্ধ করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে এনিয়ে ক্ষুব্ধ স্থানীয় তৃণমূলের জনপ্রতিনিধিরা।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০০৪ সালে কান্দির নেতাজি বাস টার্মিনাসের দু’টি ঘর মিলিয়ে ওই রির্জাভেশন কাউন্টার তৈরি হয়েছিল। এর জন্য কান্দি পুরসভার পক্ষ থেকে বিনা খরচায় ঘর, বিদ্যুৎ, পানীয় জল থেকে বসার চেয়ার টেবিলও দেওয়া হয়েছিল বলে দাবি।

    কিন্তু, উদ্বোধনের পর থেকে মাঝে মধ্যেই ওই কাউন্টার বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। কখনও এক সপ্তাহের জন্য, কখনও মাস পেরিয়ে যায়। এবার গত ১ মে থেকে ফের ওই রির্জাভেশন কাউন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। যার ফলে সমস্যা তৈরি হয়েছে রেল যাত্রীদের।

    সেখানে গিয়ে দেখা গিয়েছে, কাউন্টার একেবারে তালাবন্ধ করে রাখা হয়েছে। তবে কাউন্টারের বাইরে একই চিঠি দুই জায়গায় সাঁটানো রয়েছে। সেই চিঠিটি জেলাশাসককে লেখা। তাতে বলা হয়েছে, কোনও টেকনিক্যাল কর্মী না থাকার কারণে এই কাউন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের কাছে চিঠি দিয়ে টেকনিক্যাল কর্মী চাওয়া হলেও তার কোনও প্রত্যুত্তর মেলেনি।

    এদিন কাউন্টারে টিকিট নিতে আসা খড়গ্রামের রাজেন্দ্র দত্ত বলেন, ভেবেছিলাম এখানে রিজার্ভেশন টিকিট পেয়ে যাব। কিন্তু এসে দেখছি তালাবন্ধ। মাকে নিয়ে ডাক্তার দেখাতে যেতাম। এবার ফিরে গিয়ে অন্য কোথাও ব্যবস্থা করতে হবে। ওই কাউন্টারের পাশের এক ব্যবসায়ী তুহিন শেখ বলেন, এই কাউন্টারের কথা বলবেন না। বছরের বেশিরভাগ সময় বন্ধ থাকে। এবারও একমাস হতে চলল। যাত্রীরা আসছেন আর হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।

    এবিষয়ে কান্দি পুরসভার চেয়ারম্যান তৃণমূলের জয়দেব ঘটক বলেন, রেলদপ্তর থেকে আমাদের একটি চিঠি দেওয়া হয়েছিল। তাতে একজন টেকনিক্যাল কর্মীর ব্যবস্থা করতে বলা হয়েছিল। কিন্তু রেলের চাকরি আমরা কীভাবে দিতে পারি? ওই কাউন্টারের জন্য আমরা যথেষ্ট সাহায্য করেছি। কান্দি মহকুমা শাসক উৎকর্ষ সিং বলেন, বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলা হবে।

    তবে কান্দির বিধায়ক তৃণমূলের অপূর্ব সরকার বলেন, বিজেপি শাসিত কেন্দ্র সরকারের কাছে বাংলা বহুভাবে বঞ্চনার শিকার। এখানেও আমরা বঞ্চিত হয়েছি। কান্দির রিজার্ভেশন কাউন্টার তুলে দেওয়ার চেষ্টায় রয়েছে বিজেপি সরকার। তবে আমরা কিছুদিন অপেক্ষা করব। এরপর কাউন্টার খোলা না হলে চুক্তি বাতিল করে ওই জায়গা কোন বেকারকে দেওয়া হবে।

    যদিও বিজেপির জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সুখেনকুমার বাগদি বলেন, হয়তো কোনও সমস্যার জন্যই কাউন্টার বন্ধ রয়েছে। রেল দপ্তরের সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। এটি একটি সরকারি প্রতিষ্ঠান।
  • Link to this news (বর্তমান)