• পেট্রল ঢেলে ব্যবসায়ীকে পুড়িয়ে মারার চেষ্টা, মেদিনীপুরে ধৃত দুই
    বর্তমান | ২৫ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: রাস্তার মাঝখানে এক ব্যক্তির গায়ে দাউদাউ করে আগুন জ্বলছে। প্রাণ বাঁচাতে প্রথমে তিনি ছোটাছুটি করলেন। তারপর রাস্তাতেই জামাকাপড় খুলে ফেললেন। তা দেখে আগুন নেভাতে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি মেদিনীপুর শহরের কেরানিচটির। সুরজিৎ সাউ নামে এক ব্যবসায়ীর গায়ে ও দোকানে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিল দুষ্কৃতীরা। গুরুতর জখম সুরজিৎবাবুকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। শনিবার দুপুরে ওই নৃশংস ঘটনা দেখে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা শিউরে ওঠেন। মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিস এই ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জেলার পুলিস সুপার ধৃতিমান সরকার বলেন, দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলছে। 

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বহুদিন ধরেই কেরানিচটি এলাকায় সুরজিতবাবুর লটারির দোকান রয়েছে। তিনি কেরানিচটিরই বাসিন্দা। শনিবার দুপুরে তিনি দোকানে বসেছিলেন। সেই সময় দোকানে দুই যুবক আসে। তাদের একজন হঠাৎ করেই সুরজিৎবাবুকে লক্ষ্য করে পেট্রল ছিটিয়ে দেয়। তিনি কিছু বুঝে ওঠার আগেই দুষ্কৃতীরা দোকানে আগুন ধরিয়ে চম্পট দেয়। আগুন ধরে যাওয়ার সঙ্গে সঙ্গেই সুরজিৎবাবু বাইরে বেরিয়ে আসেন। কিন্তু, ততক্ষণে দোকানের পাশাপাশি তাঁর শরীরেও আগুন ধরে যায়। দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। আচমকা ওই ঘটনায় সকলে হকচকিয়ে যান। সুরজিৎবাবুর চিৎকারে স্থানীয় বাসিন্দারা দৌড়ে আগুন নেভানোর চেষ্টা করেন। বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে তিনি জামাকাপড় খুলে ফেলেন। খবর পেয়ে পুলিস এলাকায় পৌঁছয়।

    স্থানীয় এক বাসিন্দা বলেন, সুরজিতের দোকানের পাশেই কয়েকজন যুবক একটি ফাস্টফুডের দোকান খুলেছিল। সুরজিৎ সেই দোকান খুলতে বাধা দিয়েছিল। এরপর প্রশাসন ওই দোকানটি তুলে দেয়। সেই থেকেই ওই যুবকদের সুরজিতের উপর রাগ ছিল। সেই রাগ থেকেই তার গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে মনে হচ্ছে।

    স্থানীয় বাসিন্দা সঞ্জিত কোটাল বলেন, সুরজিৎ দোকানে ছিলেন। সেই সময় তাঁর গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে এক যুবক পালিয়ে যায়। ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী পার্থ রায় বলেন, চোখের সামনে দেখলাম সুরজিতের গায়ে আগুন ধরিয়ে দেওয়া হল। আমরা সবাই তাড়াতাড়ি গিয়ে আগুন নেভায়। ব্যবসায়িক শত্রুতা থেকেই এমন ঘটনা ঘটেছে। দোষীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।
  • Link to this news (বর্তমান)