• কৃষ্ণনগরে বধূকে আত্মহত্যায় প্ররোচনায় ধৃত স্বামী ও শ্বশুর
    বর্তমান | ২৫ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: বধূকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে স্বামী ও শ্বশুরকে গ্রেপ্তার করল পুলিস। ধৃতদের নাম নুরুদ্দিন হালসানা ও মনিরুল হালসানা। শুক্রবার রাতে ডোমপুকুর থেকে তাদের পাকড়াও করে পুলিস। শনিবার কৃষ্ণনগর আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

    পুলিস জানিয়েছে, ১৭মে শ্বশুরবাড়ি থেকে ডোমকলের বধূ মসলিমা খাতুনের(২৩) ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ২০মে মসলিমার বাপের বাড়ির তরফে চাপড়া থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজন মসলিমাকে পণের দাবিতে মাঝেমধ্যেই মারধর করত। সেই কারণেই তিনি আত্মঘাতী হয়েছেন।  -নিজস্ব চিত্র 
  • Link to this news (বর্তমান)