নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এন্টালিতে ডাকাতির ঘটনায় কলকাতা পুলিসের এসটিএফের কনস্টেবল সহ ১১ জন গ্রেপ্তার হলেও খোয়া যাওয়া টাকার পুরোটা এখনও উদ্ধার হয়নি। ওই ঘটনায় বিদেশি মুদ্রা লেনদেনকারী একটি বেসরকারি সংস্থার ২.৬৭ কোটি টাকা ডাকাতি হয়েছিল। লালবাজার সূত্রে খবর, এখনও পর্যন্ত মোট ১ কোটি ৬০ লক্ষ টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি ১ কোটি ৭ লক্ষ টাকার খোঁজে তল্লাশি চালাচ্ছে লালবাজারের টিম। গোয়েন্দাদের অনুমান, ধৃত ১১ জন অভিযুক্তের পরিবারের একাধিক সদস্য ডাকাতির এই বিপুল পরিমাণ টাকা সরানোর সঙ্গে জড়িত থাকতে পারে। এমনকী, দু’ই অভিযুক্তের মা পলাতক। তাতে সন্দেহ আরও জোরালো হয়েছে। সেই সঙ্গে ওই বিদেশি মুদ্রা লেনদেনকারী সংস্থার এই পরিমাণ টাকাই ডাকাতি হয়েছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, এই ডাকাতি মামলার তদন্তে উল্লেখযোগ্য কৃতিত্বের জন্য গোয়েন্দা বিভাগের টিমকে পুরস্কৃত করেছেন কলকাতার পুলিস কমিশনার মনোজ ভার্মা।