নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: গাছ থেকে আম পাড়া নিয়ে দু’ভাইয়ের মধ্যে বিবাদ। তা নিয়ে বচসা। তার জেরে মারধর। মৃত্যু এক ভাইয়ের। তবে পুলিস সূত্রে জানা গিয়েছে, দু’পক্ষের মধ্যে সম্পত্তি সংক্রান্ত পারিবারিক গোলযোগ চলছিল। সম্পত্তি ভাগ বাটোয়ারার মীমাংসা না হওয়ায় অশান্তি চলছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। সেই তথ্য যাচাই করে দেখা হচ্ছে। মৃতের নাম সুশান্ত রায় (৩৯)। তাঁকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম তাঁর স্ত্রী। ভাইকে খুনের অভিযোগে গ্রেপ্তার দাদা প্রশান্ত রায়। আটক তাঁর স্ত্রী ও পুত্র। শনিবার নিউটাউনের টেকনো সিটি থানা এলাকার আকন্দকেশরীতে ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, দুপুরে গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে গোলমাল শুরু। সে সময় সুশান্ত ও তাঁর স্ত্রী সুশীলা রায়কে মারধর করেন প্রশান্ত তাঁর স্ত্রী ও পুত্র। ভারী কিছু দিয়ে সুশান্তের মাথায় আঘাত করা হয়। চেঁচামেচি শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। তাঁরা অচৈতন্য অবস্থায় সুশান্ত এবং তাঁর সুশীলাকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে সুশান্তকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। সুশীলাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেন। সুশীলা বলেন, ‘তাঁদের গাছ থেকেই আম পাড়ছিলেন সুশান্ত। সে সময় পিছন থেকে এসে বাঁশ দিয়ে মারেন স্বামীর দাদা। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েছিলেন সুশান্ত।’ বিধাননগর কমিশনারেট জানিয়েছে, দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, ভারী কোনও বস্তুর আঘাতে মৃত্যু হয়েছে সুশান্তের। খুনের মামলা রুজু করে প্রশান্তকে গ্রেপ্তার করা হয়।