নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই তাদের সর্বভারতীয় সম্মেলনের প্রচারের জন্য আইপিএলের আশ্রয় নিয়েছে। এই ঘটনাকে ‘বাম রাজনীতির প্রতি বিশ্বাসঘাতকতা’ বলে মনে করছে সিপিআই (এমএল)-এর ছাত্র সংগঠন আইসা। তাদের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ইউনিট এই বিষয়ে প্রতিবাদও জানিয়েছে। যদিও সামাজিক মাধ্যমে এসএফআইয়ের পেজ থেকে এ সংক্রান্ত পোস্ট করা হলেও পরে তা মুছে দেওয়া হয়।
আগামী ২৭ থেকে ৩০ জুন কেরলের কোঝিকোড়ে এসএফআইয়ের সর্বভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। সম্মেলনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই এসএফআই কেন্দ্রীয়ভাবে তাদের সামাজিক মাধ্যমের পেজে পোস্টার তৈরি করে আইপিএলের ম্যাচের সূচি পোস্ট করছিল। সেই পোস্টারেই লেখা ছিল সম্মেলনের দিনক্ষণ। সম্পূর্ণ কর্পোরেট নিয়ন্ত্রিত একটি ক্রিকেট টুর্নামেন্টের প্রচার বামপন্থী ছাত্র সংগঠন কেন করবে? এই প্রশ্ন উঠতে শুরু করে। আইসা সহ বামেদের কোনও কোনও মহল থেকেই ভ্রুকুঞ্চন শুরু হয়। এক বাম ছাত্রনেতার কথায়, ‘খেলার পোস্টার ঠিকই আছে। কিন্তু এর মাধ্যমে কোনও রাজনৈতিক বার্তা দিলে ভালো হতো।’ এই মুহূর্তে এসএফআইয়ের ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম পেজে সেই পোস্টার আর নেই। তবে হোয়াটসঅ্যাপ চ্যানেলে এখনও তা রয়ে গিয়েছে। তাছাড়া, এসএফআই কেরলের পেজেও আছে এই পোস্টার। এ বিষয়ে এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস বলেন, ‘আইপিএলের প্রচার করা হয়নি। কবে কোন খেলা আছে, সেটাই বলা হয়েছে। এভাবে ভাবলে তো ইস্টবেঙ্গল-মোহনবাগান আইএসএল খেলে বলে তাদের কথাও বলা যাবে না।’ আর কর্পোরেট আগ্রাসন? ময়ূখের ব্যাখ্যা, ‘কর্পোরেটের বিরুদ্ধে আমাদের চেয়ে বেশি কেউ কথা বলে না। আমরা বলছি, আইপিএলে কর্পোরেটদের ছাড় দেওয়া হচ্ছে। শিক্ষায় কেন হচ্ছে না? খেলাটাকে খেলার মতোই নিতে হয়।’