নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ময়নার বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়া হত্যা মামলায় হুলিয়া জারি হয়েছিল এক পলাতক অভিযুক্তের নামে। শুক্রবার রাতে মনোরঞ্জন হাজরা নামে ওই অভিযুক্তকে গ্রেপ্তার করল এনআইএ। গ্রীষ্মাবকাশের কারণে এখন বিচারভবনের এনআইএ’র আদালত বন্ধ। সেই কারণে শনিবার অভিযুক্তকে ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হয়। বিচারক তাঁকে ২ জুন পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালে ওই খুনের ঘটনার পর জেলা পুলিসের কাছ থেকে মামলার তদন্তভার গ্রহণ করে এনআইএ। ইতিমধ্যে এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে বেশ কয়েকজন অভিযুক্ত। মনোরঞ্জনের নামও ছিল এই খুনের মামলায়। কিন্তু তিনি পালিয়ে বেড়ানোয় প্রথমে তাঁর নামে গ্রেপ্তারি পরোয়ানা, পরে হুলিয়া জারির নির্দেশ দেয় কলকাতার এনআইএ আদালত।