ভোটারদের তথ্য সংগ্রহ: পার্টি কর্মীদের সচেতন করল তৃণমূল
বর্তমান | ২৫ মে ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোটার সম্পর্কিত নানা ধরনের তথ্য জোগাড় করার কাজে নেমে পড়েছেন কেউ কেউ। তাতে নানা ধরনের উপায় অবলম্বন করে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সম্পর্কে সমস্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে। যেহেতু ছাব্বিশের বিধানসভা নির্বাচনের বছর খানেকও বাকি নেই, তাই এখন থেকেই দলের সমস্ত কর্মীর কাছে বার্তা পাঠিয়ে সচেতন করল তৃণমূল। সবদিক খোঁজখবর নিয়ে তবেই তথ্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন সূত্র মারফত কয়েকটি জেলা থেকে তৃণমূল নেতৃত্বের কাছে খবর এসেছে, ২০২৬-এর বিধানসভা ভোটের দিকে তাকিয়ে কয়েকটি এজেন্সি ময়দানে নেমে পড়েছে। বুথ ভিত্তিক ভোটারদের খবরাখবর সংগ্রহ করার কাজ চলছে। এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য থাকতে পারে বলেও আশঙ্কা রয়েছে তৃণমূল নেতৃত্বের। তাই পার্টির সমস্ত নেতা-কর্মীর কাছে দলের শীর্ষ নেতৃত্বের তরফে বার্তা পাঠানো হয়েছে। সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, স্বেচ্ছাসেবী সংগঠনের নামে কিছু কুচক্রী ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কোথাও মশলা, আবার কোথাও অন্যান্য সামগ্রী বিনামূল্যে বিতরণ করে পরিবর্তে তাদের নাম, ফোন নম্বর ও অন্যান্য তথ্য সংগ্রহ করছে। এর পিছনে বিশাল চক্রান্ত ও ষড়যন্ত্র রয়েছে। অবিলম্বে আপনার অঞ্চলে লক্ষ্য রাখুন এবং সর্বস্তরের বুথ কর্মীদের নিয়ে মিটিং করে সকলকে সচেতন ও সতর্ক করুন। একই সঙ্গে তৃণমূল এটাও বলেছে, কখনও কখনও আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নাম ঢুকে যাচ্ছে। এদের উদ্দেশ্য আমাদের সমস্ত অভ্যন্তরীণ খবরাখবর নেওয়া। তাই আপনি খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই এফআইআর করুন এবং দলকে জানান।