এলপিজি সিলিন্ডার থেকে বেরচ্ছে জল! দেগঙ্গার কার্তিকপুরে শোরগোল
বর্তমান | ২৫ মে ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাসত: এলপিজি সিলিন্ডার থেকে গ্যাসের পরিবর্তে বের হচ্ছে জল! এই ঘটনায় ঢিঢি পড়ে যায় এলাকায়। খাবারের দোকানে রান্না বন্ধ করে শুকনো মুখে বসে থাকতে বাধ্য হন দেগঙ্গার কার্তিকপুরের এক ব্যবসায়ী।
জানা গিয়েছে, দেগঙ্গার কার্তিকপুর বাজার খাবারের দোকান আছে কৃষ্ণাপানি বসুর। এলপিজি গ্যাস ফুরিয়ে যাওয়ায় তিনি নতুন সিলিন্ডার বুকিং করেন। সেই মতো ১০ মে তাঁর দোকানে সিলিন্ডারও আসে। এরপর, সেই সিলিন্ডার ব্যবহার করেই দোকানের খাবার তৈরি করেন তিনি। অন্যান্য দিনের মতো শনিবারও দোকান খুলে সবে রুটি তৈরি করছিলেন কৃষ্ণাপানি। তখন সিলিন্ডার থেকে গ্যাস বের হওয়া বন্ধ হয়ে যায়। এদিকে, নাড়াচাড়া করে সিলিন্ডার ভারি দেখে তিনি বুঝতে পারেন, গ্যাস ভর্তিই রয়েছে ওই সিলিন্ডারে। তখন এক মিস্ত্রিকে ডেকে রেগুলেটর পাল্টে নেন তিনি। কিন্তু তারপরেও সুরাহা হয়নি। রেগুলেটর ঘোরাতেই দেখা যায় সিলিন্ডার থেকে গ্যাসের পরিবর্তে বের হচ্ছে জল। দেখে অবাক সকলেই। সিলিন্ডার কাত করতেই দেখা যায়, মুখ থেকে গলগল করে বের হচ্ছে জল।
সঙ্গে সঙ্গেই তিনি ফোন করে বিষয়টি জানান ডিস্ট্রিবিউটারের অফিসে। পরবর্তীতে অবশ্য নতুন একটি গ্যাসের সিলিন্ডার দেওয়া হয়েছে তাঁকে। ওই দোকান মালিক কৃষ্ণাপানি বসু বলেন, এমন ঘটনা আগে কখনও ঘটেনি! এত টাকা খরচ করে সিলিন্ডার কেনার পর যদি গ্যাসের পরিবর্তে যদি জল বের হয়, তাহলে দোকান চালাব কীভাবে?