চার পেরিয়ে পাঁচ বছরে পা দিল নৈহাটি পুরসভার মা ক্যান্টিন
বর্তমান | ২৫ মে ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: চার বছর পেরিয়ে পাঁচে পা রাখল নৈহাটির মা ক্যান্টিন। ২০২১ সালের ২৪ মে নৈহাটি পুরসভায় মা ক্যান্টিন চালু হয়েছিল। পুরসভা চত্বরে সাধারণ মানুষকে পাঁচ টাকায় ডিম ভাত খাওয়ানোর উদ্যোগ নেওয়া হয়। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, ৫ টাকায় ডিম ভাত খাওয়ানো হবে। তবে নৈহাটি পুরসভা ৫ টাকায় শুধু ডিম ভাত খাওয়ানোর পরিবর্তে দু’দিন মাছ, একদিন চিকেন থাকে। ২০২১ সাল থেকে টানা চার বছর এই মা ক্যান্টিন চলছে। আজ শনিবার পাঁচ বছরে পদার্পণ করল নৈহাটি পুরসভার মা ক্যান্টিন। তাই পুর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিল, পাঁচ বছরে পদার্পণের দিনে সাড়ে পাঁচশো জনকে ৫ টাকায় খাসির মাংস খাওয়ানো হবে। সঙ্গে চাটনি, পাঁপড় এবং মিষ্টি।
নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় বলেন, পুর এলাকায় দুটি মা ক্যান্টিন আমরা চালাই। রাজ্য সরকার যে টাকা দেয়, তার সঙ্গে আমরা আমাদের উদ্যোগে বাকিটা দিয়ে এই ক্যান্টিন চালাচ্ছি। প্রতিদিন কয়েকশো মানুষ দুপুরবেলা মাত্র পাঁচ টাকায় খাবার পান। আগামী দিনও ৫ টাকায় মাছ ভাত, মাংস ভাত, ডিম ভাত নৈহাটি পুরসভার মা ক্যান্টিনে এলে পাওয়া যাবে এই বার্তাও সকলকে আমরা দিতে চাই। আজ প্রায় পাঁচশো মানুষ মা ক্যান্টিনে খেয়েছেন।