• আরও কমল সর্বোচ্চ তাপমাত্রা, রবিবারেও কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
    বর্তমান | ২৫ মে ২০২৫
  • কলকাতা: ধীরে ধীরে বর্ষার প্রবেশ ঘণ্টি বাজছে। তার সঙ্গেই লাফিয়ে কমছে তাপমাত্রার পারদ। আজ, রবিবার সকালের দিকে কলকাতার আকাশ রয়েছে আংশিক মেঘলা। এমনকি বিকেলের পর আংশিক বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। গতকাল শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের তুলনায় প্রায় ২.৮ ডিগ্রি কম। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মোতাবেক, আজ রবিবার কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৩ ডিগ্রি থেকে ২৬ ডিগ্রির আশেপাশে।অন্যদিকে, আগামী দু’-তিনদিনের মধ্যে দেশের আরও কিছু অংশের সঙ্গে উত্তরবঙ্গের কিছু এলাকায়ও বর্ষা ঢুকে যেতে পারে মনে করছেন আবহাওয়াবিদরা। দক্ষিণবঙ্গে বর্ষা কবে নাগাদ ঢুকবে, সরকারিভাবে তা এখনও জানানো হয়নি। তবে আবহাওয়াবিদরা আশা করছেন, দক্ষিণবঙ্গে বর্ষার আগমন এবার অনেকটাই আগেভাগে ঘটতে পারে। কারণ, ২৭ মে নাগাদ উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। ওই সময় বর্ষা উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করবে। তাই নিম্নচাপের ধাক্কায় দক্ষিণবঙ্গেও অনেক আগে মৌসুমি বায়ু চলে আসতে পারে।
  • Link to this news (বর্তমান)