• কোচবিহার পুলিশের বড় সাফল্য! ধৃত ইয়াবা ট্যাবলেট পাচারের মূল পান্ডা
    দৈনিক স্টেটসম্যান | ২৫ মে ২০২৫
  • কোচবিহার পুলিশের তৎপরতায় নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট পাচারের মূল মাথা ধরা পড়েছে। এতদিন নাগাল্যান্ডে গা ঢাকা দিয়ে ছিলেন এই ব্যক্তি। কোচবিহার জেলা পুলিশ সেখানকার পুলিশের সঙ্গে যোগাযোগ করে ডিমাপুর থেকে তাঁকে গ্রেপ্তার করেছে।

    সূত্রের খবর, কোচবিহার-সহ রাজ্যের একাধিক জেলায় নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট পাচার করা হত। পুলিশ অভিযান চালিয়ে বহু পাচারকারীকে গ্রেপ্তার করেছে। সেই পাচারকাজের সঙ্গে যুক্ত ছিলেন কোচবিহারের বালাভূত গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা হামিদুল হক। তিনিই এই চক্রের মূল মাথা। কিন্তু তাঁর নাগাল পাওয়া যাচ্ছিল না। মাস ছয় আগে তুফানগঞ্জ থানার পুলিশ হামিদুলের বাড়িতে হানা দিয়েছিলেন। কিন্তু সেই সময় নিজের স্ত্রী ও সন্তানকে ঢাল হিসেবে ব্যবহার করে পুলিশের নাকের ডগা থেকে সে পালিয়ে যায়। এমনকি তাঁর পরিবারের হাতে আহত হয়েছিলেন তুফানগঞ্জ থানার পুলিশ। বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল। পুলিশ ২৫ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এছাড়াও নগদ কয়েক লক্ষ টাকা এবং ধারালো অস্ত্রও উদ্ধার হয়েছিল।

    এরপর থেকে পুলিশ একমুহূর্ত বসে থাকেনি। অভিযুক্তের নাগাল পেতে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়েছে। কিছুদিন আগে পুলিশের হাতে আসে নয়া তথ্য। তাঁরা জানতে পারেন হামিদুল পালিয়ে গিয়ে নাগাল্যান্ডের ডিমাপুরে রয়েছেন। তাঁর মোবাইল ফোনের লোকেশনও ট্র্যাক করা হয়েছিল। এরপর নাগাল্যান্ডের পুলিশের সঙ্গে যোগাযোগ করে অভিযান চালিয়ে নাগাল্যান্ডের ডিমাপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শনিবার তুফানগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক তাঁদের এই সফলতা সাংবাদিক বৈঠকের মাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। ধৃত হামিদুল হককে শনিবার আদালতে তোলা হয়েছিল।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)