• ১৯ জুন কালীগঞ্জে উপনির্বাচন, ঘোষণা নির্বাচন কমিশনের
    দৈনিক স্টেটসম্যান | ২৫ মে ২০২৫
  • নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ১৯ জুন (বৃহস্পতিবার) ভোট হবে কালীগঞ্জে। আর গণনা হবে ২৩ জুন (সোমবার)। রবিবার এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। গত ফেব্রুয়ারিতে কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ প্রয়াত হন। তারপর থেকে কেন্দ্রটি বিধায়কশূন্য হয়ে পড়ে ছিল।

    নির্বাচন কমিশন জানিয়েছেন, আগামী পাঁচ কেন্দ্রে উপনির্বাচনের গেজেট নোটিফিকেশন জারি হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২ জুন। ৩ জুন মনোনয়ন পত্রের স্কুটিনি হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৫ জুন। ১৯ জন ভোটগ্রহণ এবং ২৩ জুন ভোটগণনা হবে। ২৫ জুনের মধ্যে গোটা নির্বাচনী প্রক্রিয়া শেষ করতে হবে।

    চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বাড়িতেই আচমকা অসুস্থ হয়ে পড়েন নাসিরুদ্দিন আহমেদ। হাসপাতালে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। ঘনিষ্ঠ মহলে পরিচিত ছিলেন ‘লাল’ নামে। বয়স হয়েছিল ৭০ বছর। তাঁর মৃত্যুর পর তিন মাস বিধায়কহীন কালীগঞ্জ। নিয়ম অনুযায়ী, ৩১ জুলাইয়ের মধ্যে উপনির্বাচন করাতে হবে নির্বাচন কমিশনকে। অবশেষ রবিবার ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হল।

    বাংলার কালীগঞ্জ কেন্দ্রের পাশাপাশি চার রাজ্যের পাঁচটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হবে ১৯ জুন। কালীগঞ্জ ছাড়াও গুজরাটের কাদি, বিসাবদর, পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিম এবং কেরলের নীলাম্বুর কেন্দ্রে উপনির্বাচন হবে ওই দিন। কোথাও নির্বাচিত বিধায়কের মৃত্যু, কোথাও পদত্যাগের কারণে ওই আসনগুলি খালি হয়েছে।

    গুজরাটের কাদির বিধায়ক করসনভাই পঞ্জাভাই সোলাঙ্কির মৃত্যুর কারণে ওই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। গুজরাটের অপর কেন্দ্র বিসাবদরে উপনির্বাচন হচ্ছে বিধায়কের পদত্যাগের কারণে। সেখানকার আম আদমি পার্টির বিধায়ক ভূপেন্দ্রভাই ভয়ানি পদত্যাগ করে বিজেপিতে যোগ দেন।

    কেরলের নীলাম্বুরে নির্দল বিধায়ক ছিলেন পিভি আনওয়ার চলতি বছরের শুরুতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন। তার পরেই বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিমের আপ বিধায়ক গুরপ্রীত বসসি গোগির অস্বাভাবিক মৃত্যু হয় গত জানুয়ারিতে। তিনি নিজের বাড়িতেই গুলিবিদ্ধ হন। সেই কারণেই এই কেন্দ্রেও উপনির্বাচন হচ্ছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)