• আসানসোলে ক্যারম বোর্ডের উদ্বোধন অগ্নিমিত্রার, দেবাংশু লিখলেন, ‘এরপর লুডো?’
    প্রতিদিন | ২৫ মে ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যারম বোর্ডের উদ্বোধনে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। সেই ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই কটাক্ষের বন্যা। ছবিটি শেয়ার করে খোঁচা দিতে ছাড়লেন না তৃণমূলের দেবাংশু ভট্টাচার্যও। পালটা দিয়েছেন বিধায়কও। 

    বিষয়টি ঠিক কী? সম্প্রতি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ছবি। সেখানে দেখা যাচ্ছে, দলের কর্মী, সমর্থকদের পাশে দাঁড়িয়ে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। সামনে রাখা একটি ক্যারম বোর্ড। ফিতে কেটে সেটি উদ্বোধন করছেন অগ্নিমিত্রা। সেই ছবিটি ফেসবুকে পোস্ট করে দেবাংশু লিখলেন, “ক্যারাম বোর্ডের উদ্বোধন করলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। ২০২৬-এ ভোটে জিতলে চাইনিজ চেকার, রুমাল চোরের রুমাল এমনকী লুডোরও উদ্বোধন করবেন আশা করি।” কমেন্ট বক্সে কটাক্ষ করতে ছাড়েননি নেটিজেনরা। কেউ কেউ লিখেছেন, “এর থেকে পুরনো পেশা কাপড় বিক্রি করলে ভালো করতো।”
  • Link to this news (প্রতিদিন)