• হাওড়ার মঙ্গলাহাটে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন
    বর্তমান | ২৫ মে ২০২৫
  • হাওড়া, নিজস্ব প্রতিনিধি: প্রায় দুই বছরের ব্যবধানে হাওড়ার মঙ্গলাহাটে ফের অগ্নিকাণ্ডের ঘটনা। দমকল সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল সাড়ে নটা নাগাদ আগুন লাগে মডার্ন মঙ্গলা হাটের চারতলা বিল্ডিংয়ের উপরের তলার একটি স্টলে।অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে দমকলের ৪টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানো কাজ শুরু করে। পরে আরও ৪টি ইঞ্জিন পরিস্থিতি সামলাতে হাটে পৌঁছায়। সাদা ধোঁয়ায় নিত্যধন মুখার্জি রোড কার্যত পুরোপুরি ঢেকে যায়। রবিবার থেকেই যেহেতু হাটের ব্যস্ততা শুরু হয়, তাই দোকানদারদের মধ্যে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। অনেকেই নিজেদের সামগ্রী ছেড়ে বিল্ডিং ছেড়ে বেরিয়ে আসেন। ফেরে ২২ মাস আগের ভয়াবহ স্মৃতি।দমকল সূত্রে জানা গিয়েছে, ওই বিল্ডিংয়ে পুরসভায় দেওয়া জলের লাইন বিচ্ছিন্ন করা ছিল। পাশাপাশি অগ্নি নির্বাপনের কোনও ব্যবস্থাও নেই। চারতলার উপরে যে জলের রিজার্ভার আছে, সেটি পুরো ফাঁকা ছিল বলেও অভিযোগ। দমকলের পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যায় হাওড়া সিটি পুলিসের বিশাল বাহিনী ও বিপর্যয় মোকাবিলা দপ্তরও।
  • Link to this news (বর্তমান)