• কিডনি পাচার-যোগ! সিবিআইয়ের হাতে গ্রেপ্তার বর্ধমানের স্ত্রীরোগ বিশেষজ্ঞ
    প্রতিদিন | ২৫ মে ২০২৫
  • সৌরভ মাজি, বর্ধমান: প্রসবের জন্য কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন এক প্রসূতি। সিজারিয়ান পদ্ধতিতে সন্তান প্রসবের পর দেখা যায়, ওই মহিলার একটি কিডনি নেই। আচমকা এই ঘটনায় হাসপাতালের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছিলেন প্রসূতির আত্মীয়রা। এনিয়ে অভিযোগ দায়ের হলে কিডনি পাচারের আশঙ্কা করে তদন্তে নামে সিবিআই। যে চিকিৎসক প্রসূতির অপারেশন করেছিলেন, সেই চিকিৎসকের কলকাতা ও বর্ধমানের বাড়িতে শনিবার হানা দিয়ে রাতভর তল্লাশি চালায় সিবিআই। কলকাতা থেকে গ্রেপ্তার করা হয় ওই চিকিৎসককে। অন্যদিকে, বর্ধমানের বাড়ি থেকেও প্রচুর নথি, নগদ টাকা উদ্ধার হয়েছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর।

    সম্প্রতি বড়সড় আন্তর্জাতিক কিডনি পাচার চক্রের পান্ডাদের গ্রেপ্তার করা হয়েছে উত্তর ২৪ পরগনার অশোকনগর থেকে। একেকটি কিডনি বিক্রি করে সাধারণ মানুষের হাতে প্রচুর নগদ টাকা তুলে দেওয়ার ‘টোপ’ দিয়ে কয়েক বছর ধরে টানা এই বেআইনি কাজের অভিযোগে পুলিশের জালে এসেছে বেশ কয়েকজন। তাদের গ্রেপ্তার করে জানা গিয়েছে, শুধু জেলা বা রাজ্যই নয়, এই পাচারচক্র আন্তর্জাতিক স্তরেও যুক্ত। আর এহেন বিরাট পাচারচক্রের মূল সূত্র খুঁজতে সিবিআই তদন্ত চালাচ্ছে।

    সেই সূত্রেই কলকাতার বেসরকারি হাসপাতালে প্রসূতির একটি কিডনি না থাকার অভিযোগ পেয়ে সিবিআই তদন্তে নেমেছিল। জানা যায়, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার তপনকান্তি জানা ওই অপারেশন করেছিলেন। সঙ্গে সঙ্গে তাঁর কলকাতার বাড়িতে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারীরা। বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের বিপরীতে ওই চিকিৎসকের বাড়ি। সেখানে শনিবার রাত ১১টা নাগাদ অভিযান চালায় সিবিআই। সকাল সাড়ে ৭ টা পর্যন্ত তথ্যতালাশ চলে। সূত্রের খবর, উদ্ধার হয়েছে প্রচুর নথিপত্র। সেসব খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের অনুমান, অশোকনগরের কিডনি র‌্যাকেটের সঙ্গে যোগ রয়েছে এই চিকিৎসকের। তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে সবিস্তারে সব জানতে চাইছে সিবিআই। এদিন ওই চিকিৎসককে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হবে বলে খবর।
  • Link to this news (প্রতিদিন)