সৌরভ মাজি, বর্ধমান: কিডনি পাচার চক্রের জড়িত সন্দেহ নয়, ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন বর্ধমানের চিকিৎসক। চিকিৎসক তপনকুমার জানাকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করে এমনই জানিয়েছে সিবিআই। তবে তাঁর সঙ্গে কিডনি পাচার যোগ থাকার সন্দেহ উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। তাঁকে হেফাজতে নিয়ে সেই বিষয়টিতেও জেরা করা হবে বলে খবর। চিকিৎসকের এহেন কীর্তিতে অবাক তাঁর চিকিৎসক স্ত্রী, ছাত্রছাত্রীরা।
সিবিআই সূত্রে খবর, ধৃত চিকিৎসক মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের অ্যানাটমি বিভাগের বিভাগীয় প্রধান। ঠিক কী অভিযোগ তাঁর বিরুদ্ধে? জানা যাচ্ছে, বেঙ্গালুরুর এক বেসরকারি মেডিক্যাল কলেজের মূল্যায়নে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে নানাজনের কাছ থেকে লাখ লাখ টাকা আদায় করতেন ডাক্তার তপনকুমার জানা। গোপন সূত্রে সেই খবর পেয়ে সিবিআই আধিকারিকদের একটি দল ফাঁদ পেতেছিল। সেই ফাঁদে পা দিতেই সিবিআইয়ের জালে এলেন ওই চিকিৎসক। সিবিআই সূত্রে খবর, ১০ লক্ষ টাকা নেওয়ার সময় হাতেনাতে তিনি ধরা পড়েন।
জানা যাচ্ছে, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে অ্যানাটমির বিভাগীয় প্রধানের পাশাপাশি ডাঃ তপনকুমার জানা জাতীয় মেডিক্যাল কাউন্সিলের দায়িত্বে রয়েছেন। কাউন্সিলের বিভিন্ন পরীক্ষার মূল্যায়ন করে থাকেন তিনি। আর সেই সূত্রেই টাকার বিনিময়ে মূল্যায়নে অতিরিক্ত সুবিধা দিয়ে রিপোর্ট তৈরি করার অভিযোগ হয়েছে চিকিৎসকের বিরুদ্ধে। তবে লাখ লাখ ঘুষ নিয়ে যিনি এসব কাজ করতে পারেন, তিনি যে কিডনি পাচারের মতো অন্য কোনও বেআইনি কাজে লিপ্ত থাকবেন না, সে ব্যাপারে নিশ্চিত নন তদন্তকারীরা। তাই সে বিষয়ও তাঁকে জেরা করা হবে বলে সিবিআই সূত্রে খবর।