• লরির নিচে পিষ্ট হয়ে মৃত্যু, রাজ্যে পৃথক পথ দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের
    প্রতিদিন | ২৫ মে ২০২৫
  • অতুল চন্দ্র ও সঞ্জিত ঘোষ:  রাজ্যের দুই জেলায় পৃথক দুই পথ দুর্ঘটনায় মারা গেলেন তিনজন। একটি ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলে। অন্যটি নদিয়ার শান্তিপুরে। দুই ঘটনাতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

    পাট বোঝাই লরির চাকায় পিষ্ঠ হয়ে প্রাণ গেল দুই মোটরবাইক আরোহীর। রবিবার সকালে দুজনেই বাড়ি থেকে কাজে যাবার উদ্দেশ্যে একই বাইকে রওনা দেন। কর্মস্থলে পৌঁছনোর আগেই নিয়ন্ত্রণ হারিয়ে বাইক-সহ ওই দুই যুবক লরির সামনে পড়ে যান। লরির চাকায় পিষ্ট হয়ে দু’জনেই মারা গেলেন। মর্মান্তিক ওই দুর্ঘটনাটি ঘটেছে রবিবার মুর্শিদাবাদের ডোমকলের সুলতানপুরের কাছে ডোমকল বাঘডাঙা রাস্তায়।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতদের নাম মুরসালিম শেখ, বাড়ি যুগিন্দা কামারপাড়ায়। অন্যজন হাজিকুল বিশ্বাসের বাড়ি যুগিন্দা মিঞাখাঁরপাড়ায়। পুলিশ ওই পাটবোঝাই লরিটিকে আটক করেছে। পলাতক চালকের খোঁজ করছে পুলিশ। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাস্তায় যানজট দেখা যায়। পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। বৃষ্টিতে রাস্তা পিছল থাকার কারণে এই দুর্ঘটনা? নাকি বাইক ও লরিটি দ্রুতগতিতে চলছিল? সেসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

    অন্যদিকে, নদিয়ার শান্তিপুরে লরির চাকায় পিষে গেলেন এক বাইক আরোহী। স্থানীয়রা জানিয়েছেন, এদিন সকালে বাথনা এলাকার রাজ্য সড়কের উপর দিয়ে দুই বাইক আরোহী যাচ্ছিলেন। তখন আম বোঝাই একটি লরি এসে বাইকটিকে পিছন থেকে ধাক্কা মারে। একজন রাস্তায় ছিটকে পড়েন। অপরজনের উপর দিয়ে লরির চাকা চলে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান। অপর আরোহীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়েছিল। শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
  • Link to this news (প্রতিদিন)