• গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল ৩ কিশোর-কিশোরী, চাঞ্চল্য শ্রীরামপুরে
    প্রতিদিন | ২৫ মে ২০২৫
  • সুমন করাতি, হুগলি: ফের গঙ্গায় নেমে মর্মান্তিক দুর্ঘটনা। তলিয়ে গেল দুই কিশোরী ও কিশোর। তাঁদের খোঁজে চলছে তল্লাশি। নামানো হয়েছে ডুবুরিও। রবিবার এই ঘটনা ঘটেছে হুগলির শ্রীরামপুর সুড়কি ঘাটে।

    জানা গিয়েছে, ওই এলাকাতেই তিন কিশোর-কিশোরীর বাড়ি। এদিন সকালে ওই ঘাটে গিয়েছিল নিশা রায়, অঞ্জলি মাহাতো ও রোহন প্রসাদ। নিশা, অঞ্জলি ও আরও এক কিশোরী গঙ্গায় স্নান করতে নেমেছিল। ওই সময় জোয়ার থাকায় গঙ্গায় জলের ব্যাপক স্রোত ছিল। সেই স্রোতেই তিনজন ভেসে যেতে থাকে। সেই ঘটনা দেখে পাড়ে থাকা বছর ১৭-এর রোহন তাদের বাঁচাতে জলে ঝাঁপ দেয়। কিন্তু জলের তোড়ে সেও ভেসে যায় বলে জানা গিয়েছে। রবিবার সকালে সেই সময় বেশ কিছু স্থানীয় মানুষ ওই ঘাটে ছিলেন। জলে ভেসে যাওয়ার ঘটনা দেখে এক ব্যক্তি ঝাঁপ দিয়ে এক কিশোরীকে উদ্ধার করেন। তাঁকে পাড়ে নিয়ে আসা হয়। ততক্ষণে জোয়ারের জলে ভেসে গিয়েছে ওই তিনজন।

    ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় শ্রীরামপুর থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের দল। গঙ্গায় স্পিডবোট নামিয়ে চলে তল্লাশি। ডুবুরিও নামানো হয় বলে খবর। কিন্তু এদিন বিকেল পর্যন্ত তিনজনের কোনও সন্ধান মেলেনি বলে জানা গিয়েছে। ঘটনার পর ওই এলাকায় গঙ্গার ঘাটে ভিড় করেন স্থানীয়রা। জানা গিয়েছে, ওই তিন কিশোর-কিশোরী বাড়িতে কিছু না বলেই গঙ্গায় স্নান করতে গিয়েছিল। ঘটনার কথা জানতে পেরেই পরিবারের সদস্যদের মাথায় আকাশ ভেঙে পড়েছে। কান্নায় ভেঙে পড়েছেন মহিলারা।

    অন্যদিকে, এদিন সকালে শেওড়াফুলি নিস্তারিণী গঙ্গার ঘাটে স্নান করতে নেমে তলিয়ে যান হরিপালের এক যুবক। তাঁর খোঁজেও তল্লাশি চলছে।
  • Link to this news (প্রতিদিন)