সোমেই চাকরিহারাদের সঙ্গে কথা বলবেন সরকারের প্রতিনিধি, ‘বিক্ষুব্ধ’দের আশ্বাস শিক্ষামন্ত্রীর
প্রতিদিন | ২৫ মে ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার আন্দোলনকারী চাকরিহারা শিক্ষকদের সঙ্গে কথা বলবেন সরকারের প্রতিনিধি। ‘যোগ্য’ শিক্ষকরা যে চিঠি দিতে চেয়েছেন সঠিক পদ্ধিতেই তা গ্রহণ করতে দপ্তরের পক্ষ থেকে আন্দোলনকারীদের সঙ্গে যোগাযোগ করা হবে। রবিবার একথা জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পাশাপাশি তিনি জানিয়েছেন, চাকরিহারা শিক্ষকদের প্রতি সরকার সহানুভূতিশীল।
চাকরিহারা শিক্ষকরা নিজেদের চাকরি ফেরানোর দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে।এদিন শিক্ষামন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, চাকরিহারাদের মধ্যে তিনটি পক্ষ রয়েছে। তাঁদের কেউ, কেউ আন্দোলন করছেন, একাংশ সরকারের উপর ভরসা করছেন। আবার কেউ আন্দোলনে নেই। ব্রাত্য বলেন, “সরকার চাকরিহারা সব শিক্ষকদের প্রতি সহানুভূতিশীল। সরকার সহযোগীতা করতে চাইছে। যদি ওঁরা আলোচনা করতে চান তাহলে, ঠিক পদ্ধতিতে চিঠি দিন। ওঁরা একটা কথা বলেছে, আমরা শুনেছি। আমাদের দপ্তরের পক্ষ থেকে আগামীকাল (সোমবার) কেউ না কেউ যোগাযোগ করবেন। যে চিঠি দিতে চেয়েছেন সঠিক পদ্ধিতেই তা গ্রহণ করতে দপ্তরের পক্ষ থেকে আন্দোলনকারীদের সঙ্গে যোগাযোগ করা হবে।”
চাকরিপ্রার্থীরা আগে ই-মেল করেছিলেন বলে দাবি করেছেন। আগামী সোমবারের মধ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে সাক্ষাতের দাবি করেছিলেন তাঁরা। না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা। সেই বিষয়ে আজ ব্রাত্য জানান, “আমি একাধিকবার ওঁদের সঙ্গে বসেছি। চিঠিতে উল্লেখ নেই কেন ওরা বসতে চেয়েছেন। তবে সরকারের পক্ষ থেকে সোমবার যোগাযোগ করা হবে।”