• ভুয়ো পরিচয়পত্র নিয়ে কলকাতায় বাস, কালীঘাট থেকে গ্রেপ্তার বাংলাদেশি
    প্রতিদিন | ২৫ মে ২০২৫
  • অর্ণব আইচ: পুলিশ আধিকারিকের বাইকে গাড়ির ধাক্কা। গ্রেপ্তার গাড়ির চালক। আর সেই সূত্র ধরেই ‘ঝুলি থেকে বের হল বিড়াল’। যে পরিচয়পত্র পুলিশকে দেওয়া হয়, সেগুলি সম্পূর্ণ জাল বলেই জানতে পারে পুলিশ। এরপরই বেরিয়ে আসে আসল তথ‌্য। অভিযুক্ত গাড়ির চালক ভারতীয়ই নয়। গত দেড় বছর ধরে ভুয়ো পরিচয়পত্র ব‌্যবহার করে কলকাতার উপকণ্ঠে থাকা ওই ব‌্যক্তিটি আসলে বাংলাদেশি।

    রীতিমতো ভুয়ো ড্রাইভিং লাইসেন্স তৈরি করে একটি সংস্থার গাড়ি চালাত সে। বিদেশি আইনে আজাদ শেখ নামে ওই ব‌্যক্তিকে গ্রেপ্তার করেছেন দক্ষিণ কলকাতার কালীঘাট থানার পুলিশ আধিকারিকরা। ইতিমধ্যেই বাংলাদেশিদের জাল পরিচয়পত্র বানিয়ে পাসপোর্ট তৈরি করার চক্রের হদিশ পেয়েছেন কলকাতা পুলিশের গোয়েন্দারা। এবার এক বাংলাদেশির কাছ থেকে ভুয়া পদ্ধতিতে ড্রাইভিং লাইসেন্স উদ্ধার হওয়ার বিষয়টিও পুলিশ গুরুত্ব দিয়ে দেখছে।

    পুলিশ জানিয়েছে, সম্প্রতি কালীঘাট এলাকার কালী টেম্পল রোড ও সদানন্দ রোডের সংযোগস্থলে ঘটে এই পথ দুর্ঘটনাটি। সকালে ওই রাস্তা দিয়ে বাইকে করে যাচ্ছিলেন নেতাজিনগর থানার এক অ‌্যাসিস্ট‌্যান্ট সাব ইন্সপেক্টর। গাড়িটি তাঁকে সজোরে ধাক্কা দেয়। তিনি বাইক থেকে ছিটকে পড়ে যান। তাঁর শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লাগে। একাধিক হাড় ভেঙে যায়। আলিপুর এলাকার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ওই পুলিশ আধিকারিককে ভর্তি করা হয়। দুর্ঘটনা ঘটানোর অভিযোগে গাড়ির চালককে পুলিশ গ্রেপ্তার করে।

    আজাদ শেখ নামে ওই চালক দাবি করে যে, সে উত্তর ২৪ পরগনার পূর্ব শঙ্করদহ এলাকার বাসিন্দা। তার কাছ থেকে আধার কার্ড ও ড্রাইভিং লাইসেন্স উদ্ধার হয়। কিন্তু সেগুলি যাচাই করতে গিয়েই চমকে ওঠেন পুলিশ আধিকারিকরা। জানা যায়, সেগুলি জাল। এই ব‌্যাপারে তাকে জেরা শুরু করেন কালীঘাট থানার আধিকারিকরা। তখনই আজাদ স্বীকার করে যে, সে আসলে বাংলাদেশি। তার বাড়ি বাংলাদেশের ফরিদপুর জেলার বোয়ালমারি থানা এলাকার শেখর অঞ্চলের সহসরিল বাজার গ্রামে।

    পুলিশ জেনেছে, ২০২৩ সালের অক্টোবর মাসে আজাদ দালাল সিন্ডিকেটের এক সদস‌্যকে টাকা দিয়ে বনগাঁ সীমান্ত পার হয়। ওই দালালই তাকে বনগাঁ থেকে দমদমে নিয়ে আসে। সেখানে আজাদকে পেয়িং গেস্ট হিসাবে থাকার ব‌্যবস্থা করে দেয় ওই দালাল। এমনকী, সে জাল পরিচয়পত্র তৈরি করে, এমন একজনের সঙ্গে যোগাযোগ করিয়ে দেয়। উত্তর ২৪ পরগনার ঠিকানায় তার জাল আধার কার্ড ও অন‌্য পরিচয়পত্র তৈরি হয়। আজাদ ফরিদপুরে গাড়ি চালাত।

    তাই ভুয়ো পরিচয়পত্রের ভিত্তিতে সে দক্ষিণ কলকাতার কসবার আরটিও অফিস থেকে রীতিমতো গাড়ি চালানোর পরীক্ষা দেয়। পরীক্ষায় পাস করার পর ড্রাইভিং লাইসেন্স পায় সে। সেটি নিয়ে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি অফিসে গাড়ির চালক হিসাবে যোগ দেয়। সম্প্রতি সকালবেলায় অফিসের এক আধিকারিককে তুলতে সে গাড়ি নিয়ে কালীঘাটে আসে। আর তখনই ঘুমচোখে ঘটিয়ে ফেলে দুর্ঘটনা। তাকে নিজেদের হেফাজতে নিয়ে টানা জেরা করে আরও তথ‌্য জোগাড় করার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)