• নাবালিকাদের তলিয়ে যেতে দেখে জীবন বাজি কিশোরের, তবে শেষরক্ষা হয়নি, শ্রীরামপুরে মর্মান্তিক দুর্ঘটনা
    এই সময় | ২৫ মে ২০২৫
  • তিন নাবালিকাকে তলিয়ে যেতে দেখে নিজের জীবনের পরোয়া না করে গঙ্গায় ঝাঁপ দিয়েছিল ১৬ বছরের কিশোর। এক নাবালিকাকে বাঁচাতে পারলেও তলিয়ে যায় বাকি দু’জন। সঙ্গে তলিয়ে যায় ওই কিশোরও। রবিবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হুগলির শ্রীরামপুরে। এই দুর্ঘটনায় ওই কিশোর-সহ এক নাবালিকার মৃত্যু হয়েছে। 

    এ দিন দুপুরে সুরকি ঘাটে এই দুর্ঘটনা ঘটে। তড়িঘড়ি খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। স্পিডবোট নামিয়ে শুরু হয়েছে তল্লাশি। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

    পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গঙ্গায় তলিয়ে যাওয়া ওই তিনজনের নাম নিশা রায়(১৭), অঞ্জলি মাহাতো (১২), রোহন প্রসাদ (১৬)। তারা শ্রীরামপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের শীতলাতলার বাসিন্দা। এ দিন সুরকি ঘাটে তারা স্নান করতে নামে এবং সেই ঘাট থেকেই তলিয়ে যায়। পুলিশ জানাচ্ছে, দ্রুত উদ্ধার কাজের জন্য সমস্ত চেষ্টা করা হচ্ছে। 

    ইতিমধ্যেই রোহন প্রসাদ এবং নিশা রায়কে উদ্ধার করা হয়েছে। এ দিন তাদের  শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে পৌঁছেছেন ডিসিপি ২ অর্ণব বিশ্বাস এবং রিষড়া পুরসভার চেয়ারম্যান বিজয় সাগর মিশ্র। আরও এক নাবালিকার খোঁজ চলছে। সন্ধ্যার আগেই উদ্ধারকাজ শেষ করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। কারণ আলো পড়ে গেলে উদ্ধারকাজ ব্যাহত হতে পারে। 

    ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শান্তনু গঙ্গোপাধ্যায় এবং রোহন প্রসাদের বাবা শ্রীরাম প্রসাদ জানান, তিনজন নাবালিকা এ দিন গঙ্গাস্নান করতে নেমেছিল। তারা জোয়ারের জলে তলিয়ে যাচ্ছে দেখে রোহন তাদের বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে। তিন নাবালিকার মধ্যে একজন বেঁচে গেলেও বাকি দু’জন তলিয়ে যায়। সঙ্গে তলিয়ে যায় রোহনও। অন্যদিকে, এ দিন সকালেই শেওড়াফুলির  নিস্তারিণী গঙ্গার ঘাটে স্নান করতে নেমে তলিয়ে যায় হরিপালের এক যুবক। তারও খোঁজ করছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

  • Link to this news (এই সময়)