হাতির হানায় মৃত্যু ঠেকাতে গ্রামবাসীদের সঙ্গে বৈঠকে রাজ্যের মুখ্য বনপাল
বর্তমান | ২৬ মে ২০২৫
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: হাতির হানায় মৃত্যু ঠেকাতে গ্রামবাসীদের সঙ্গে বৈঠকে রাজ্যের মুখ্য বনপাল (বন্যপ্রাণ) সন্দীপ সুন্দ্রিওয়াল। আজ, রবিবার প্রথমে গজলডোবায় বৈঠকে বসেন তিনি। সেখানে ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। গজলডোবা এলাকায় সম্প্রতি হাতির হামলায় তিনজনের মৃত্যু হয়েছে। ফলে হাতির হানা নিয়ে উদ্বিগ্ন এলাকার বাসিন্দারা। বৈঠক শেষে রাজ্যের মুখ্য বনপাল বলেন, হাতির হানায় কীভাবে মৃত্যুর ঘটনা এড়ানো যায় তার পথ খুঁজতেই এদিন এলাকার জনপ্রতিনিধি ও বাসিন্দাদের সঙ্গে বৈঠক করা হয়েছে। জঙ্গল থেকে যাতে হাতি ঘনঘন বেরিয়ে না আসে, সেজন্য আমরা জঙ্গলে বন্যপ্রাণীর জন্য পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করছি।তাছাড়া হাতির চলাচলের জায়গা ফেন্সিং দিয়ে ঘিরে দেওয়া, জঙ্গল এলাকায় যেসব জায়গায় বসতি রয়েছে, সেখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হবে। পাশাপাশি জঙ্গল লাগোয়া এলাকার বাসিন্দাদেরও সজাগ করা হয়েছে। রাতে জঙ্গলের রাস্তা দিয়ে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে তাঁদের। এদিন ডুয়ার্সে মূর্তি নদীর ধারে উত্তর ইনডং এলাকাতেও যান মুখ্য বনপাল। ওই এলাকাতেও হাতির হানা প্রায়ই লেগে থাকে। সেখানেও বাসিন্দাদের সঙ্গে কথা বলে কীভাবে হাতির হামলায় মৃত্যুর ঘটনা এড়ানো যায় তা জানার চেষ্টা করেন বনকর্তারা। উত্তরবঙ্গের মুখ্য বনপাল ( বন্যপ্রাণ) ভাস্কর জে ভি বলেন, এদিন মূলত হাতির করিডর এলাকায় কীভাবে হাতি ও মানুষের মধ্যে সংঘাত ঠেকানো যায় তার পথ খোঁজার চেষ্টা হয়েছে। বাসিন্দারা কিছু প্রস্তাব দিয়েছেন। আমাদের দপ্তরও কিছু পদক্ষেপ নিচ্ছে। সেই ব্যাপারে মুখ্য বনপাল বাসিন্দাদের বলেছেন।