আগামী মাসেই বাংলা-সহ চার রাজ্যে উপনির্বাচন, দিনক্ষণ জানাল নির্বাচন কমিশন
বর্তমান | ২৬ মে ২০২৫
কলকাতা: নদীয়া জেলার কালীগঞ্জ বিধানসভা-সহ দেশের পাঁচটি জায়গায় উপনির্বাচন ঘোষণা করল নির্বাচন কমিশন। গত ১ ফেব্রুয়ারি কালীগঞ্জ বিধানসভার বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ প্রয়াত হন। ফলে সেখানে উপনির্বাচন করা হচ্ছে। ওই দিন এরাজ্য ছাড়াও গুজরাতের কাদি, বিসাবদর, কেরলের নীলাম্বুর ও পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিম আসনে উপনির্বাচনের ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশনের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, এই উপনির্বাচন হবে ১৯ জুন। তার আগে ২ জুনের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে প্রার্থীদের। আবার মনোনয়ন প্রত্যাহার করার শেষ দিন ৫ জুন। ১৯ জুন ভোটের পর ভোটগণনা করা হবে ২৩ জুন। ২৫ জুনের মধ্যে নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে।উল্লেখ্য, নদীয়ার কালীগঞ্জের বিধায়ক গত ১ ফেব্রুয়ারির রাতে তিনি আচমকাই অসুস্থ বোধ করেন তিনি। তাঁকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় পলাশি হাসপাতালে। সেখানেই তিনি মারা যান। নাসিরুদ্দিনের বয়স হয়েছিল ৭০ বছর। বিধায়কের মৃত্যুর পর থেকে আসনটি ফাঁকা ছিল ৷ সেই কেন্দ্রে এবার উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন ৷