• মাঝরাতে ঘর ভেঙে খাটের সামনে থমকাল লরি, জখম বৃদ্ধা, ধৃত চালক
    বর্তমান | ২৬ মে ২০২৫
  • সংবাদদাতা, আলিপুরদুয়ার: রাত একটা। বাড়ির লোক গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাত্ বাড়িঘর হুড়মুড়িয়ে ভেঙে খাটের সামনে এসে থেমে গেল বিরাটাকার লরি। গাড়ির হাল্কা ধাক্কায় খাট থেকে ছিটকে পড়ে জখম হলেন ঘুমে আচ্ছন্ন বৃদ্ধা। ঘরের ভিতর লরি দেখে বাড়ির সকলের চক্ষু চড়কগাছ। ঘরের দেওয়াল ভাঙা। ঝুর ঝুর করে খসে পড়ছে ইট। কিভাবে, কখন এসব ঘটল, দেখে হতবাক সকলে। শনিবার রাতে এমনই কাণ্ড ঘটেছে শামুকতলা রোডের নোনাইপাড় এলাকায়।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাঝরাতে আলিপুরদুয়ার জেলা শহরগামী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে দু’টি দোকান গুঁড়িয়ে দেয়। যদিও রাতে দোকানে কেউ ছিলেন না বলে কারও প্রাণহানি হয়নি। দোকান দুটি ভেঙে ঘাতক লরিটি একটি বাড়ির শোবার ঘর ভেঙে দেয়। বাসন্তী রায় নামে এক বৃদ্ধা তখন বিছানায় গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। আচমকা লরির ধাক্কায় খাট ভেঙে ছিটকে পড়েন তিনি। পায়ে সামান্য চোট পান। এদিন রাতে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে জেলা সদর থেকে এক কিমি দূরে নোনাইপাড় এলাকায়। কেউ হতাহত না হলেও অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পান বাসিন্দারা। দুর্ঘটনার পর পুলিস ঘাতক লরিটিকে আটক করে নিয়ে আসে। লরিটি রাতে বারোবিশার দিক থেকে আলিপুরদুয়ার শহরে আসছিল। আলিপুরদুয়ার থানার আইসি অনির্বাণ ভট্টাচার্য বলেন, লরির চালককে গ্রেপ্তার করা হয়েছে।  নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)