• ১৫ জুন থেকে উত্তরবঙ্গের তিনটি রুটে চারটি এসি বাস চালাবে এনবিএসটিসি
    বর্তমান | ২৬ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: উত্তরবঙ্গের মানুষ যাতে দীঘায় জগন্নাথ মন্দির দর্শনে যেতে পারেন সেজন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছ’টি এসি ভলভো বাসের ঘোষণা করেছেন। তার রেশ কাটতে না কাটতেই এবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম আরও চারটি এসি বাস চালানোর সিদ্ধান্ত নিল। কোচবিহার-শিলিগুড়ি রুটে দু’টি, আলিপুরদুয়ার-শিলিগুড়ি ও রায়গঞ্জ-শিলিগুড়ি রুটে এই এসি বাসগুলি চলবে। ১৫ জুন থেকে এই বাসগুলি চালানো হবে। দীর্ঘদিন থেকে এই রুটে এসি বাস চলাচল বন্ধ ছিল। কারণ নিগমের হাতে থাকা তিনটি এসি বাস খারাপ হয়েছিল। সম্প্রতি সেগুলি সারানো হয়েছে। এদিকে, শিলিগুড়ি-কলকাতা রুটে যে এসি বাসগুলি চলাচল করে সেখানে একটি বাস অতিরিক্ত রয়েছে। সেই বাসটিকে এই রুটে চালানো হবে।

    এনবিএসটিসি’র চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, বহু সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ এসি বাস চালানোর অনুরোধ করছিল। আমরা সম্প্রতি বৈঠক করে বিষয়টি নিয়ে আলোচনা করেছি। এরপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনটি পুরনো এসি বাস সারানো হয়েছে। আর একটি এসি বাস অতিরিক্ত রয়েছে। এই চারটি এসি বাস তিনটি রুটে চালানো হবে।

    উত্তরবঙ্গের লাইফ লাইন বলে পরিচিত এনবিএসটিসি বিভিন্ন রুটে প্রচুর বাস চালায়। কিন্তু কয়েক বছর ধরে ওই তিনটি রুটে এসি বাস যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিল। কিন্তু বাসগুলি মাঝে মাঝে খারাপ হলে সেগুলি সারানোর ক্ষেত্রে সমস্যা হচ্ছিল। ফলে মাঝেমধ্যেই সেগুলি বন্ধ হয়ে যেত। এরপর এক সময় সব ক’টি বাসই বন্ধ হয়ে যায়। এনিয়ে বিভিন্ন জেলার মানুষের মনে কিছুটা ক্ষোভ ছিল। অনেকেই সেই ক্ষোভের কথা সোশ্যাল মিডিয়ায় ব্যক্ত করতেন। এসি বাস চালানোর আবেদন করতেন। বিষয়টি নিগমের নজরে আসে। সম্প্রতি এসি বাসগুলিও সারানো হয়। এখন গরমের সময়। এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াতের ক্ষেত্রে এসি বাসে যাতায়াত করলে কিছুটা স্বস্তি বোধ হয়। তাই যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই নিগম গরমের সময়েই বাসগুলি ফের চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, উত্তর দিনাজপুর প্রভৃতি জেলার যাত্রীরা উপকৃত হবেন।  এনবিএসটিসির শিলিগুড়ি ডিপো। - নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)