• পাইপ আছে-জল নেই, জনসংযোগে গিয়ে জনতার ক্ষোভ শুনলেন উদয়ন
    বর্তমান | ২৬ মে ২০২৫
  • সংবাদদাতা, দিনহাটা: দীর্ঘদিন ধরে পানীয় জলের অভাব দিনহাটা-২ব্লকের বামনহাটের দুর্গানগরে। সরকারিভাবে জল সরবরাহের লাইনে সংযোগ থাকলেও দিনের পর দিন একফোঁটা জলও আসে না। কিছু এলাকায় যেটুকু আসে, তাও দূষিত। সেই জল মুখে তুলতে পারেন না মানুষ। রবিবার বিকেলে সেই এলাকায় আসে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। তাঁকে সামনে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। বিশেষ করে মহিলারা অভিযোগে মুখর হন। জনসংযোগে আসা মন্ত্রীকে স্থানীয় বাসিন্দারা মন্ত্রীকে জানান,নলকূপে জল তো আসেই না, পিএইচই পাইপ আছে, জল নেই। বাড়ির সামনে লাইন বসেছে বছরখানেক আগে। কিন্তু, আজও জল আসেনি। অনেক জায়গায় সরকারি জল এলেও তা ঘোলা, পানের যোগ্য নয়। এই অবস্থায় পড়ে ক্ষুব্ধ হন মন্ত্রী। সঙ্গে সঙ্গে ফোন করেন পিএইচই’র কোচবিহার ডিভিশনের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার সুব্রত ধরকে। ফোনে তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এভাবে চললে এলাকাবাসীকে নিয়ে অফিস ঘেরাও করব। এমনকি কলকাতায় গিয়ে মুখ্যমন্ত্রীর সামনে বিষয়টি আপনার দপ্তরের মন্ত্রীকেও জানাব।

    মন্ত্রী ফোন করতেই নড়েচড়ে বসে প্রশাসন। ইঞ্জিনিয়ার সুব্রত ধর বলেন, মন্ত্রীর নির্দেশ পাওয়ার পর আমরা তৎপর হয়েছি। রবিবার রাতেই আমাদের দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। সোমবার সকাল থেকেই মেরামতির কাজ শুরু হবে। সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা চলছে।

    তবে শুধু পানীয় জলই নয়, এদিন দুর্গানগর এলাকার মানুষের আরও বড় অভিযোগ রাস্তা নিয়ে। বহু বছর ধরে রাস্তা মেরামত হয়নি। বর্ষায় জল জমে হাঁটাচলার অযোগ্য হয়ে পড়ে। স্কুল পড়ুয়া থেকে রোগী-সবাই চরম দুর্ভোগে। এই প্রসঙ্গে মন্ত্রী বলেন, এই এলাকায় ২০১৯ সালের লোকসভা নির্বাচন, ২০২১-এর বিধানসভা এবং ২০২৪-এর নির্বাচন- সবেতেই তৃণমূল কংগ্রেস পিছিয়ে ছিল। 

    আমাদের সরকার সব এলাকাকে সমান গুরুত্ব দেয়। তবে মানুষ যদি আমাদের পাশে থাকেন, তাহলে কাজ করার উৎসাহ আরও বাড়ে।

    এই মন্তব্য ঘিরেই নতুন করে রাজনৈতিক তর্জা শুরু হয়েছে। কোচবিহার জেলা বিজেপি সভাপতি অভিজিৎ বর্মন বলেন, পাইপ আছে, জল নেই। রাস্তা আছে, কিন্তু চলাচলের অযোগ্য। সেটা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর নিজের বিধানসভায়। এটাই এই রাজ্যের তৃণমূলের উন্নয়নের নমুনা।
  • Link to this news (বর্তমান)