নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: দিনের পর দিন ধরে শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়ের রাস্তা বেহাল দশায় রয়েছে। তাতে কখনও টোটো উল্টে যাচ্ছে, তো কখনও খানাখন্দে পড়ে অ্যাম্বুলেন্সের চাকা আটকে যাচ্ছে। পথচারীদের হোঁচট খেয়ে পড়ে কাদায় মাখামাখি হওয়ার ঘটনাও বেনজির নয়। রানাঘাটের কোর্ট মোড়ের ওই রাস্তাটি সংস্কার না করেই প্রকল্প শেষ করেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। কেন্দ্রীয় সরকারি সংস্থার এই দায়িত্বজ্ঞানহীনতার মাশুল দিতে হচ্ছে সাধারণ মানুষকে। এই পরিস্থিতিতে রাস্তাটি সংস্কারের দাবিতে অরাজনৈতিক নাগরিক সংগঠন রানাঘাট সিটিজেন্স ফোরাম আন্দোলনে নামল। রবিবার সংগঠনের তরফে শহরের ব্যস্ততম কোর্ট মোড়ে অবস্থান বিক্ষোভ করা হয়।
১২ নম্বর জাতীয় সড়কের সহকারী প্রোজেক্ট ডিরেক্টর রোহিতকুমার সিং বলেন, বেশ কয়েকটি সমস্যার সমাধান আমরা করে দিয়েছি। যে রাস্তাটি নিয়ে কথা হচ্ছে, সেটির বিষয়ে খোঁজ নেব।
দৈনিক হাজারখানেক মানুষকে আদালত, রানাঘাট থানা, মহকুমা শাসকের অফিস, এমনকী রানাঘাট হাসপাতালেও এই রাস্তা দিয়েই যেতে হয়। জাতীয় সড়কের নীচে হওয়ায় জাতীয় সড়ক কর্তৃপক্ষেরই রাস্তাটি তৈরির কথা ছিল। কিন্তু সেই রাস্তা তারা না করেই প্রকল্প শেষ করেছে। ফলে কোর্ট মোড়ের একটি লেনের অবস্থা শোচনীয়। কোনওদিন সেখানে ঠিকমতো পিচের প্রলেপ পড়েনি। ফলে প্রথম থেকেই রাস্তাটি খারাপ দশায় ছিল। সম্প্রতি বেশ কয়েকদিনের বৃষ্টিতে বড় বড় খানাখন্দ ও কাদায় সেই রাস্তা এখন বিপজ্জনক হয়ে উঠেছে। সেখানে ছোট-বড় দুর্ঘটনা, মুমুর্ষূ রোগীকে নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুলেন্স আটকে যাওয়া, সাইকেল থেকে পড়ে গিয়ে আরোহীর মাথা ফেটে যাওয়ার মতো ঘটনা আকছার ঘটছে। ট্রাফিক পুলিসের তরফে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে একাধিকবার রাস্তাটি তৈরি করে দেওয়ার আবেদন জানানো হয়েছিল। কিন্তু তাতে কর্ণপাতই করেনি তারা। উল্টে সেই কাজ না করেই প্রকল্পের সমাপ্তি ঘোষণা করে চলে গিয়েছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষের রাস্তা হওয়ায় পুরসভাও সেটি তৈরি করতে পারছে না। ফলে রাস্তাটি প্রায় চলাচলের অযোগ্য হয়ে পড়ায় এবার শহরের মানুষকেই পথে নামতে হল।
রানাঘাটের সিটিজেন্স ফোরামের সম্পাদক পরেশনাথ কর্মকার বলেন, প্রতিদিন সাধারণ মানুষ ওই রাস্তায় বিপদে পড়ছেন। অথচ জাতীয় সড়ক কর্তৃপক্ষ কোনও ভ্রূক্ষেপ করছে না। আমরা সমস্যা সমাধানের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ডেপুটেশন দিচ্ছি।