সরকারি জায়গায় অবৈধ নির্মাণ, অভিযোগ কাউন্সিলারের বিরুদ্ধে
বর্তমান | ২৬ মে ২০২৫
সংবাদদাতা, বসিরহাট: নদীর পাড় দখল করে বেআইনি নির্মাণ করা হচ্ছে। টাকি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় কাউন্সিলারের মদতেই এমন কাজ হচ্ছে। জানা গিয়েছে, টাকি পুরসভার কাউন্সিলার মনোরঞ্জন পাত্র ইছামতী নদীর পাড়ে রাতারাতি সরকারি জায়গায় অবৈধভাবে কংক্রিটের ঘর তৈরি করার চেষ্টা করেন। তবে স্থানীয় বাসিন্দারা এর প্রতিবাদ করলে সেই কাজ বন্ধ করে চলে যান তিনি। এদিকে, অভিযুক্ত কাউন্সিলার মনোরঞ্জন পাত্র বলেন, আমি ওখানে ঘর করতে যাইনি। যাঁরা ঘর করছিলেন, তাঁরা ঘর যাতে আর না করেন, সেটিই তাঁদের বলতে গিয়েছিলাম। মিথ্যা আমার নামে দোষারোপ করার চেষ্টা করছে। এটি বিরোধীদের ষড়যন্ত্র।