• বস্ত্রহাটের স্টল বিলি নিয়ে বৈঠক, দাবি জানিয়ে বিক্ষোভ মহিলাদের
    বর্তমান | ২৬ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: হাবড়ার জয়গাছি সুপার মার্কেটে তৈরি হয়েছে বস্ত্রহাট। সেই হাটের দোকান বণ্টন নিয়ে রবিবার পুরসভা ভবনে একটি বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক, পুরসভার চেয়ারম্যান নারায়ণচন্দ্র সাহা প্রমুখ। তবে, এদিন বেশ কয়েকজন মহিলা ব্যবসায়ী স্টলের দাবিতে পুরসভা অফিসে বিক্ষোভ দেখান।

    জানা গিয়েছে, যত দিন যাচ্ছে ততই হাবড়া শহরে যশোর রোডের পাশে দোকানের সংখ্যা বাড়ছে। এ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরে এসে বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিককে উপযুক্ত পদক্ষেপ করার কথাও জানান। তারপরেই ১৭ কোটি টাকা দিয়ে হাবড়ার জয়গাছিতে তৈরি হয়েছে বস্ত্রহাট।

    বস্ত্রহাটে রয়েছে এক হাজার স্টল। পুরসভা সেই স্টলগুলি বিলি করতে উদ্যোগী হয়েছে। ইতিমধ্যেই সিংহভাগ দোকানদারের নাম জমা পড়েছে জেলা প্রশাসনের কাছে। তবে বেশ কিছু ব্যবসায়ীকে দোকান বিলি করা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কারণ একই পরিবারের দুই বা তিনজন পেয়ে গিয়েছেন স্টল। তাতেই আপত্তি করেছে জেলা প্রশাসন। এটা নিয়েই এদিন কয়েকজন মহিলা বিক্ষোভ দেখান পুরসভা অফিসে। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরেই স্বামী ও স্ত্রী আলাদাভাবে ব্যবসা করছেন। তাহলে স্টল পাওয়ার ক্ষেত্রেও এটা হওয়া উচিত। জেলাশাসকের সঙ্গে কথা বলে দ্রুত এই সমস্যার সমাধান করা হবে বলে বিধায়ক মহিলা ব্যবসায়ীদের আশ্বস্ত করেছেন।

    এ বিষয়ে জ্যোতিপ্রিয় বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের স্বনির্ভর করার জন্য চেষ্টা করছেন। এদিন আমরা স্টল বিলি নিয়ে প্রাথমিকভাবে একটি বৈঠক করেছিলাম। এছাড়া কিছু মহিলা তাঁদের অভাব অভিযোগের কথা জানিয়েছেন। আমরা দ্রুত সেগুলির সমাধান করব।
  • Link to this news (বর্তমান)