• টিটাগড়ে যথেচ্ছ বেআইনি নির্মাণ, ব্যবসা ফুটপাত দখল করে, কড়া ব্যবস্থার আর্জি
    বর্তমান | ২৬ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বেআইনি নির্মাণ এবং যত্রতত্র দখলদারির জেরে টিটাগড় শহরের জনজীবন প্রায় বিপর্যস্ত। দখলদারদের কবলে টিটাগড় স্টেশন রোড সহ বিভিন্ন রাস্তা দু’পাশ থেকে ছোট হয়ে যাচ্ছে। যাতায়াত করতে সমস্যা বাড়ছে। এছাড়াও দখল হয়ে যাচ্ছে রাজ্য ও কেন্দ্র সরকারি জমি। সরকারি জমি দখল করে তৈরি হচ্ছে বাড়ি। বিভিন্ন জুটমিল বা কারখানার পাশে যথেচ্ছ বেআইনি নির্মাণ চলছে। প্রশাসন নির্বিকার বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারাই। কড়া ব্যবস্থার আর্জি জানিয়েছেন তাঁরা। 

    তাঁদের মতে, শহরে আইন বলে কিছু নেই। রাস্তা থেকে যে নির্দিষ্ট পরিমাণ ছাড় দিয়ে বহুতল করা উচিত, তা করা হয় না। শহরের বিভিন্ন রাস্তা ঘুরে দেখা গেল, যথেচ্ছভাবে বহুতল গড়ে উঠেছে। নির্দিষ্ট পরিমাণ জায়গা ছাড়া হয়নি। ফুটপাত বলে কিছু নেই। জামা কাপড় দোকান থেকে শুরু করে, খাবারের দোকান, মাংসের দোকান, জুতোর দোকানে রাস্তার অনেকটাই আটকে দেওয়া হয়েছে। 

    গুরুত্বপূর্ণ এমজি রোড, আরকে দেব রোড, এসএস পাথ রোড দখলদারদের জন্য ছোট হয়ে গিয়েছে। রাস্তার ধার ঘেঁষে উঠেছে বহুতল। টিটাগড় বাজারের নাম প্রকাশের অনিচ্ছুক এক কাপড় ব্যবসায়ী জানালেন, এই গুরুত্বপূর্ণ শহর অনিয়মে ভরে গিয়েছে। যে যেমন খুশি বাড়ি নির্মাণ করছে। পুরসভার কাছ থেকে অনুমতি নেওয়ার কোনও প্রয়োজন মনে করে না। এনজেএমসি’র পাশে গড়ে উঠছে বাড়ি। পুরসভা বা প্রশাসন মাঝে মধ্যে অভিযান চালায়। কিন্তু অবস্থা তেমন বদলায় না। স্থানীয়দের দাবি, প্রশাসনের কঠোর ভূমিকা নেওয়া উচিত। 

    এ ব্যাপারে অবশ্য টিটাগড় পুরসভার পক্ষ থেকে দাবি করা হয়েছে, প্ল্যান ছাড়া কাউকে বাড়ি করতে অনুমতি দেওয়া হয় না। বেআইনি নির্মাণ হলে ব্যবস্থা নেওয়া হয়। মাঝেমধ্যেই দখলদার উচ্ছেদ অভিযান চলে। গত কয়েক মাস আগেই বি টি রোডের পাশ ধরে এবং টিটাগড় বাজারে উচ্ছেদ করা হয়েছে। তারপরে আবার হয় তো কোথাও কোথাও বসেছে। ফের তুলে 

    দেওয়া হবে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)