নিরুফা খাতুন: জ্যৈষ্ঠের প্রথমভাগে প্রখর রুদ্রতাপ সেভাবে টের পাওয়া যাচ্ছে না। বরং রোদের তেজ খানিকটা ঢেকে দিচ্ছে মেঘলা আকাশ। সন্ধ্যা ঘনালে আবার ঝড়বৃষ্টিতে আবহাওয়া হয়ে উঠছে আরামদায়ক। সম্প্রতি এমন জ্যৈষ্ঠের সাক্ষী থাকেননি বঙ্গবাসী। চলতি বছর আবহাওয়ার খামখেয়ালিপনা যেন একটু বেশিই! হাওয়া অফিস সূত্রে খবর, নিম্নচাপ ঘনাচ্ছে বঙ্গোপসাগরে। যার জেরে আগামী দু’দিনের মধ্যে উত্তাল হতে চলেছে সমুদ্র। বুধবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি হলেও বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় তীব্র অস্বস্তি জারি থাকবে। সপ্তাহের মধ্যভাগ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গ। সপ্তাহান্তে ভারী বৃষ্টির সম্ভাবনা। দুয়ারে বর্ষা এল বলে!
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, রবিবার থেকে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গে। মূলত আংশিক মেঘলা আকাশ। বেলার দিকে আকাশের আরও মুখভার হতে পারে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি চলবে। গরম ও অস্বস্তিও থাকবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় বেলা বাড়লে অস্বস্তি বাড়তে পারে। আজ, সোমবার বিকেল থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা রাজ্যের সব জেলাতেই।
উত্তর-পূর্ব ভারতের রাজ্যে ঢুকে পড়েছে বর্ষা। মৌসুমী বায়ু অনুকূল পরিবেশ পেয়ে ক্রমশ এগিয়ে যাচ্ছে। আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে বর্ষা সিকিম এবং উত্তরবঙ্গের কিছু অংশে। মৌসুমী বায়ুর অনুকূল পরিবেশ। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা প্রবেশ করেছিল গত ১৩ মে। নির্ধারিত সময়ের আট দিন আগে কেরলেও ঢুকেছে বর্ষা। বাংলাতেও আগাম বর্ষার অনুমান আবহাওয়া দপ্তরের।
হাওয়া অফিসের পূর্বাভাস, পশ্চিম-মধ্য ও উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় আগামী ২৭ মে, মঙ্গলবার নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা। পরবর্তী দু’দিনের মধ্যে আরো শক্তি বাড়াবে এই নিম্নচাপ। অন্যদিকে, আরব সাগরের গভীর নিম্নচাপ স্থলভাগে ঢুকে মধ্য মহারাষ্ট্রে অবস্থান করছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় এটি কর্ণাটকের দিকে যাবে এবং আরো শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। সেই কারণে উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে বুধবার থেকে। ফলে বৃহস্পতিবার থেকে বাংলা এবং ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে প্রবেশ নিষেধ।
সোমবার, দক্ষিণবঙ্গের সাত জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি ? উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, সেইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গে সোমবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বাতাস বইবে সব জেলাতে। দার্জিলিং থেকে মালদহ ? সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে। সোমবার ঝড়ের গতিবেগ বেশি থাকতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর জেলাতে।
কলকাতায় মূলত আংশিক মেঘলা আকাশ। সকাল থেকেই গরম এবং অস্বস্তিকর আবহাওয়া। বিকেল বা রাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৬৮ থেকে ৯১ শতাংশ।