• নিম্নাঙ্গ অনাবৃত, থ্যাঁতলানো মাথা-মুখ! সিউড়িতে যুবকের মৃতদেহ উদ্ধারে রহস্য
    প্রতিদিন | ২৬ মে ২০২৫
  • নন্দন দত্ত, সিউড়ি: সাতসকালে ফাঁকা জমিতে যুবকের অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল সিউড়ির সুকান্তপল্লি এলাকায়। ওই যুবককে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান স্থানীয় বাসিন্দাদের। মৃতের নিম্নাঙ্গে কোনও বস্ত্র ছিল না। মাথা-মুখ ছিল থ্যাঁতলানো। যেখানে দেহ পড়েছিল, সেখান থেকে খানিকটা দূরে একজোড়া হাওয়াই চটি ও কালো প্লাস্টিক উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সিউড়ি থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। চটি ও প্লাস্টিক পরীক্ষা করে দেখা হচ্ছে। সুকান্তপল্লির মতো শান্তিপূর্ণ এলাকায় এমন ঘটনায় আতঙ্কিত বাসিন্দারা। তাঁদের দাবি, বাইরে থেকে খুন করে এনে ওই এলাকায় দেহ ফেলা হয়েছে। শুরু হয়েছে তদন্ত।

    ঘড়িতে সময় তখন সকাল ৭টা ছুঁইছুঁই। সিউড়ির নুরাইপাড়া এলাকার সুকান্তপল্লিতে কাজ করতে গিয়ে পুরসভার কর্মীরা দেখেন, ফাঁকা জমিতে পড়ে রয়েছে এক যুবকের মৃতদেহ। মাথা, মুখ এমনভাবে থ্যাঁতলানো যে অবয়ব স্পষ্ট হয়নি। বয়স আনুমানিক ৩৫ বছর। পুরসভার কর্মী তথা স্থানীয় বাসিন্দা কুসুম বিবি জানাচ্ছেন, ”কাজ করতে এসে দেখলাম একটা লাশ পড়ে আছে। শরীরের নিচে কিছু ছিল না। উপরে একটা গেঞ্জি ছিল। মাথা, মুখে এমনভাবে আঘাত করা হয়েছে যে চেনা যাচ্ছে না। মনে হচ্ছে, এটা খুন।” একই বক্তব্য সুকান্তপল্লির অন্যান্য বাসিন্দাদেরও।

    সাতসকালে খুনের ঘটনার খবর পেয়ে সেখানে জড়ো হন বাসিন্দারা। তাঁদের দাবি, মৃত যুবক এলাকার বাসিন্দা নন। তাঁকে কেউ কখনও দেখেননি। তাছাড়া সুকান্তপল্লি শান্তিপূর্ণ এলাকা। এখানে এমন ঘটনা বিরল। বাইরে থেকে খুন করে এনে দেহ সেখানে ফেলা হয়েছে। তবে কী কারণে কে বা কারা এমন নৃশংসভাবে যুবককে অর্ধনগ্ন করে খুন করল, সে বিষয়ে অন্ধকারে পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মৃতের নাম, পরিচয় জানার চেষ্টায় তদন্তকারীরা।
  • Link to this news (প্রতিদিন)