• মালদায় কাউন্সিলার খুনের চার মাসের মধ্যে ফের শুট আউট, আতঙ্ক এলাকায়
    এই সময় | ২৬ মে ২০২৫
  • মালদায় ফের শুট আউট। কালিয়াচক থানা এলাকার ঘটনা। রবিবার রাতে ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে চাপানউতোর। কালিয়াচক এলাকায় নতুন করে গুলি চালানোর ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।

    স্থানীয় সূত্রে খবর, রবিবার রাত দশটা নাগাদ পরিবারের সদস্যরা খবর পান করিম খানকে কেউ বা কারা গুলি করেছে। এর পর পরিবারের সদস্যরা লিচু বাগানে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে রয়েছে করিম। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তবে কে বা কারা করিম শেখকে গুলি মেরেছে সে ব্যাপারে ধোঁয়াশায় রয়েছেন পরিবারের সদস্যরা।

    এলাকাবাসীরা জানাচ্ছেন, কালিয়াচকের মজমপুর এলাকায় বেশ কয়েক মাস ধরেই শান্ত ছিল। কিন্তু গত কয়েকদিন নতুন করে উত্তপ্ত হতে শুরু করেছে।

    এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। দক্ষিণ মালদা বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুরি জানান, বছরের প্রথমেই দেখলাম  তৃণমূল কংগ্রেস কাউন্সিলরকে গুলি করে খুন করা হলো। একের পর এক শুট আউটের ঘটনা ঘটছে। পুলিশের নিষ্ক্রিয়তার এর পেছনে রয়েছে l পুলিশ আগে থেকে কোনওরকম ভাবে সাধারণ মানুষকে কোনও নিরাপত্তা দিতে পারছে না।

    অন্যদিকে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশীষ কুণ্ডু জানান, কালিয়াচকের মজমপুরে শুট আউটের ঘটনা কোনও রাজনৈতিক ঘটনা নয়। পুলিশ প্রশাসন অত্যন্ত তৎপর রয়েছে। যারা অপরাধী পুলিশ তাদের গ্রেপ্তার করছে। বাংলাকে রাজনৈতিকভাবে অশান্ত করার জন্য পার্শ্ববর্তী রাজ্য থেকে অস্ত্র আনা হচ্ছে। পুলিশ ব্যবস্থা নিচ্ছে।

  • Link to this news (এই সময়)